• রিজেন্ট পার্কে পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে খুন, ৮ বছর কারাদণ্ড স্বামীর
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পণের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার ঘটনায় ১৮ বছর পর অভিযুক্ত স্বামীকে আট বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিল আদালত। সাজাপ্রাপ্তের নাম মন্সি সাহানাজ (৪৫)। মঙ্গলবার আলিপুরের ফাস্ট ট্র্যাক কোর্টের বিচারক রণবীর মোহন চট্টোপাধ্যায় ওই আদেশ দিয়েছেন। বিচারক কারাদণ্ডের সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও চার মাস হাজতবাসের নির্দেশ দেন। নির্যাতনের অভিযোগেও অপরাধীর পৃথক সাজা হয়। তবে আদালতের মন্তব্য, সমস্ত সাজা একই সঙ্গে চলবে। সরকারি কৌঁসুলি মানস দিন্দা জানান, দীর্ঘ ১৮ বছর আগে ঘটনাটি ঘটে কলকাতার রিজেন্ট পার্ক থানা এলাকায়। বিয়ের পর থেকেই নানা কারণে নির্যাতন চলছিল। পরবর্তী সময় পণের দাবিতে চলতে থাকে গৃহবধূর উপর নৃশংস অত্যাচার। ঘটনার দিন অভিযুক্ত স্বামী স্ত্রী’র গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তরুণীর মৃত্যু হয়। মৃতার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিস স্বামীকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়। মামলায় সাক্ষ্য দেন ১৪ জন। এদিন আদালত অপরাধীর বক্তব্য জানতে চায়। সে বলে, ‘আমি দ্বিতীয়বার বিয়ে করেছি। আমার দু’টি সন্তান আছে। বাড়িতে অসুস্থ বৃদ্ধা মা আছে। তাই আমাকে যেন কম সাজা দেওয়া হয়।’ এরপরই বিচারক সাজা ঘোষণা করেন। দক্ষিণ ২৪ পরগনার মুখ্য সরকারি আইনজীবী শিবনাথ অধিকারী এদিন সাংবাদিকদের বলেন, ‘নানা কারণে মামলাটি বিলম্বিত হচ্ছিল। দেরিতে হলেও শেষ পর্যন্ত অপরাধী সাজা পাওয়ায় আমরা সরকার পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করছি।’
  • Link to this news (বর্তমান)