• দক্ষিণদাঁড়ির যুবকের মৃত্যুতে গাফিলতির অভিযোগ, বিক্ষোভ আর জি করে
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২১ বছরের এক যুবকের মৃত্যুতে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের গাফিলতি রয়েছে। এই অভিযোগে সোমবার গভীর রাতে হাসপাতালের ট্রমা সেন্টারের নীচে বিক্ষোভ দেখান ওই যুবকের বাড়ির লোকজন এবং পাড়া-প্রতিবেশীরা। উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিস ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে আসেন।

    বাড়ির লোকজনের অভিযোগ, ওই রাতে গোপাল বণিক নামে দক্ষিণদাঁড়ি এলাকার বাসিন্দা এক যুবক ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হন। এরপর তাঁকে আর জি কর-এর ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। কিন্তু দ্রুত প্রাণ বাঁচানোর  চিকিৎসা শুরু করার বদলে ট্রমা কেয়ার সেন্টারের এক নিরাপত্তারক্ষী তাঁদের টিকিট করে আনতে বলেন। তাঁদের অভিযোগ, তখন গোপালের মাথা ও মুখ দিয়ে অনবরত রক্তক্ষরণ হচ্ছিল। তা সত্ত্বেও মুমূর্ষু রোগীকে সেভাবেই ফেলে রাখা হয়। সেজন্যই তাঁর মৃত্যু হয়েছে। যদিও হাসপাতালের সুপার তথা উপাধ্যক্ষ ডাঃ সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, ওই যুবকের মেডিক্যাল রেকর্ড খতিয়ে দেখেছি। রাত সাড়ে ১০টা নাগাদ কয়েকটি ছেলে বাইকে করে ওঁকে নিয়ে আসেন। ট্রমা কেয়ার সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ওঁকে দেখে জানান, ‘ব্রট ডেড’। মৃত অবস্থায় রোগীকে আনা হয়েছিল। 
  • Link to this news (বর্তমান)