• রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্র থেকে টাকা হাতিয়ে উধাও দম্পতি
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সেবা কেন্দ্রের গ্রাহকদের বিপুল টাকা নিয়ে বেপাত্তা এক দম্পতি। সোমবার গ্রাহক সেবা কেন্দ্রটি তালা দেওয়া অবস্থায় দেখতে পান গ্রাহকরা। মঙ্গলবার ওই কেন্দ্রের সামনে এসে জড়ো হন কয়েকশো গ্রাহক। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। উত্তেজনা দেখা দেওয়ায় ঘটনাস্থলে আসে বাগদা থানার পুলিস। গ্রাহকদের পক্ষ থেকে পুলিসের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। বাগদা বাজার এলাকায় দীর্ঘদিন গ্রাহক সেবা কেন্দ্র চালাতেন স্থানীয় বাসিন্দা অর্পিতা অধিকারী ও তাঁর স্বামী অমিত মণ্ডল। এখানে প্রায় পাঁচ হাজার গ্রাহক রয়েছেন। বহু গ্রাহক আবাস যোজনার টাকা এখানেই জমা রেখেছিলেন। যদিও এবিষয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে যোগাযোগ করা হলে তাদের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

    জানা গিয়েছে, ব্যাঙ্কের পক্ষ থেকে একটি সংস্থাকে গ্রাহক সেবা কেন্দ্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। এদিন সেই সংস্থার এক কর্মী ঘটনাস্থলে এলে তাঁকে ঘিরে ধরে হেনস্তা করেন গ্রাহকরা। তাঁরা বিশ্বাস করে এখানে টাকা রাখতেন। অনেকেই টাকা তোলার স্লিপে সই করে চলে যেতেন। পরে এসে টাকা নিতে বলতেন অভিযুক্তরা। অনেক সময় অভিযুক্ত লিঙ্ক নেই বলে টাকা তোলার স্লিপে সই করিয়ে পরে আসতে বলতেন। এভাবেই বিপুল টাকা আত্মসাৎ করে উধাও হয়ে যায় অভিযুক্ত দম্পতি।

    বাগদা বাজারে ঝাড়ুদারের কাজ করে এখানে টাকা রেখেছিলেন সরস্বতী বেরা। শুক্রবার ২৮ হাজার টাকা জমা দিয়েছিলেন তিনি। সেই টাকা জমা পড়েনি বলে জানান বৃদ্ধা। আরেক গ্রাহক গোপাল কর্মকার বলেন, আবাসের ৬০ হাজার টাকা ঢুকেছিল অ্যাকাউন্টে। কিন্তু এখন কোনও টাকা নেই অ্যাকাউন্টে। জানি না ঘরের কাজ কী করে শেষ করব।
  • Link to this news (বর্তমান)