নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কাঁচড়াপাড়ায় সিপিএমে বড়সড় ভাঙন। দলের শাখা সম্পাদক থেকে শুরু করে যুব সংগঠনের সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় যোগ দিলেন তৃণমূলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের অনুপ্রেরণাতেই তৃণমূলে যোগদান বলে জানিয়েছেন তাঁরা। এদিন কাঁচরাপাড়ার কলেজ মোড়ে ওই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুবোধ অধিকারী, কাঁচরাপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারী থেকে তৃণমূলের নেতা ও কর্মীরা। এদিন সুবোধ অধিকারী সিপিএম কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন। একুশে জুলাইয়ের ধর্মতলার সভায় সকলকে যোগদানের আহ্বান জানানো হয়।