• Breaking News Live: আজ ভারত বন‌্ধ, গাঙ্গুলিবাগানে ব্যাপক উত্তেজনা
    এই সময় | ০৯ জুলাই ২০২৫
  • প্রবল বৃষ্টিতে গুজরাটের গম্ভীরা ব্রিজ ভেঙে পড়ল। মহীসাগর নদীতে তলিয়ে গেল পাঁচটি গাড়ি। বুধবার সকালের ওই দুর্ঘটনায় দু'জনের মৃত্যু হয়েছে। আহত অনেকে। গম্ভীরা ব্রিজ ভেঙে পড়ায় ভদোদরা ও আনন্দ এলাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সেতুর দু'দিকে সার দিয়ে বহু যানবাহন দাঁড়িয়ে পড়েছে। ব্রিজের ভাঙা অংশ ফুলেফেঁপে থাকা মহীসাগর নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও দমকলের বড় বাহিনী। উদ্ধারকাজ শুরু হয়েছে।

    বন‌্ধের সমর্থনে সিপিআইএম কর্মী সমর্থকদের মিছিল আটকায় পুলিশ। SFI সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য ও তাঁর সঙ্গে থাকা কর্মী সমর্থকদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি পুলিশের। এলাকায় তৈরি হয় সাংঘাতিক উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হয়েছেন সৃজন ভট্টাচার্য-সহ মহিলা কর্মী-সমর্থকেরা।

    বন‌্ধকে কেন্দ্র করে কোচবিহারেও ব্যাপক গণ্ডগোল। আটক সিপিএমের জেলা সম্পাদক প্রাক্তন বনমন্ত্রী অনন্ত রায়-সহ অন্যান্যরা।

    সারা ভারত ধর্মঘটের সমর্থনে ব্যারাকপুরে রেল অবরোধ। বনধ সমর্থক এবং CITU কর্মীদের সঙ্গে ধ্বস্তাধস্তি করে রেললাইন থেকে সরিয়ে দিয়ে পুলিশ ট্রেন পরিষেবা চালু করল। ব্যারাকপুর ১৫ নং রেলগেটের কাছে অবরোধ ব‌ন‌্ধ সমর্থকদের। তারপরেই পুলিশের সঙ্গে শুরু হয় ধ্বস্তাধস্তি। রেললাইন ফাঁকা করতে নামানো হলো র‍্যাফ এবং বিশাল পুলিশ বাহিনী।

    সারা ভারত সাধারণ ধর্মঘট ঘিরে সকাল থেকেই রাস্তায় নেমে পড়েছে বামেরা। বিভিন্ন জায়গায় রাস্তা অবরোধ বাম কর্মী সমর্থকদের।বারাসাত বড়বাজার থেকে মিছিল করে এসে ১২ নম্বর জাতীয় সড়ক হেলাবটতলায় অবরোধ করেন বাম সমর্থকেরা। অবরুদ্ধ হয়ে যায় জাতীয় সড়ক। প্রায় ৪৫ মিনিট অবরোধ করে রাখে বাম সমর্থিত কর্মী সমর্থকরা। একইসঙ্গে অবরোধ করা হয় বারাসত চাঁপাডালি মোড়ও। এর ফলে ৩৫ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে।পাশাপাশি, মধ্যমগ্রাম চৌমাথাও অবরোধ করে বামেরা।

    বুধবার, কেন্দ্রীয় সরকারের নতুন শ্রম কোড চালু করার বিরুদ্ধে সারা ভারতজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী সংগঠনগুলি। একই দিনে, বিহারে ভোটার তালিকা যাচাই-সংশোধনের প্রক্রিয়ার প্রতিবাদেও বিহারে ধর্মঘটের ডাক দিয়েছে ‘ইন্ডিয়া জোট’। জানা গিয়েছে, বুধবার সকাল ১০টায় রাহুল গান্ধী প্রতিবাদ মিছিলে যোগ দেবেন। বিহারের গোলাম্বারের আয়কর ভবন থেকে নির্বাচন কমিশনের অফিস পর্যন্ত চলবে এই মিছিল। আরজেডি নেতা তেজস্বী যাদবও ওই মিছিলে যোগ দেবেন।

    শ্যামনগর ও ইছাপুরের মধ্যে ২২ নম্বর রেলগেট অবরোধ করেন বন‌্ধ সমর্থনকারীরা। প্রায় ৩০ মিনিট পর পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ।

    হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল আটকে দেয় ধর্মঘট সমর্থকেরা। রেল পুলিশ এসে অবরোধ সরাতে গেলে ব‌ন‌‌‌্ধ সমর্থকদের সঙ্গে ধস্তাধ্বস্তি ও বচসা শুরু হয়ে যায় তাদের। পরে জোর করে অবরোধ সরিয়ে দেয় পুলিশ।

    কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটে পরিবহণ ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়ল বাঁকুড়ায়। বুধবার সকাল থেকে গোবিন্দনগর বাসস্ট্যাণ্ডে সার সার দাঁড়িয়ে আছে বাসগুলি। কোনও বেসরকারী বাস এদিন রাস্তায় নামেনি। সকাল থেকে বৃষ্টির মধ্যেই দুর্ভোগে যাত্রীরা।

    বন‌্ধের দাবিতে বাঙুর অ্যাভিনিউ থেকে মিছিল করে দমদম যশোর রোড অবরোধ করলেন বন‌্ধ সমর্থনকারী বাম কর্মী সমর্থকরা। এদিন মিছিল করে এসে যশোর রোড বাঙুর অ্যাভিনিউ অবরোধ করে তারা। যদিও পরবর্তীতে অবরোধ তুলে নেয় তারা। লেকটাউন যশোর রোড অবরোধ করলে সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ও বচসা শুরু হয়।

    বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলির ডাকে ভারত বন‌্ধের সমর্থনে যাদবপুর ৮বি বাস স্ট্যান্ডে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। পুলিশ দ্রুত এসে নেভায় আগুন। তবে এলাকায় রয়েছে উত্তেজনা।

    টাকা জালিয়াতির অভিযোগে অভিনেত্রী আলিয়া ভাটের প্রাক্তন ব্যক্তিগত সহকারী গ্রেপ্তার। বেদিকা প্রকাশ শেঠিকে গ্রেপ্তার করেছে জুহু থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ভাটের প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে সই জাল করে টাকা তুলে নেওয়ার অভিযোগ রয়েছে।

    বামপন্থী ট্রেড ইউনিয়ন গুলির ডাকে ভারত বন‌্ধের সমর্থনে ডোমজুড়ে সিপিএম কর্মীরা রাস্তায় বাস এবং লরি থামানোর পাশাপাশি দোকান বন্ধের চেষ্টা করে বলে অভিযোগ। তাতে উত্তেজনা বাড়ে। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশের বিশাল বাহিনী এবং র‌্যাফ। পুলিশ লাঠি চালাতে শুরু করলে সিপিএম কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।এই ঘটনায় দুজন আহত হয়। ডোমজুড় থানার পুলিশ দু সিপিএম কর্মীকে।

    আজ দেশ জুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ১১টি শ্রমিক সংগঠন -সহ ৩৭টি কেন্দ্রীয় সংগঠন। ২৯টি শ্রম আইন বাতিলের দাবিতে ধর্মঘট।

  • Link to this news (এই সময়)