নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মঙ্গলবার দিনভর বৃষ্টির পরেও বুধবার আবার শহরে বৃষ্টির শঙ্কা। আজ ফের কলকাতার আকাশ থাকবে মেঘলা। পাশাপাশি দফায় দফায় মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।গত ২৪ ঘণ্টায় (৮ জুলাই সকাল ৬টা ৩০ থেকে ৯ জুলাই সকাল ৬টা ৩০ পর্যন্ত) শহরে বৃষ্টিপাত হয়েছে ০৫০.৮ মিমি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে যথাক্রমে ৩০ ডিগ্রি ও ২৬ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় ৫.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর সৃষ্ট নিম্নচাপ খুবই ধীর গতিতে উত্তর-পশ্চিমের দিকে সরছে। সেই কারণেই বড় অংশে মেঘ তৈরি হয়েছে। সেখান থেকেই বৃষ্টি। আজ, বুধবার বৃষ্টির দাপট কমবে বলে অনুমান করা হচ্ছে। যদিও কিছু জেলায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।