• কলকাতা থেকেই শুরু শ্যামাপ্রসাদ স্মরণ-পর্ব
    আনন্দবাজার | ০৯ জুলাই ২০২৫
  • পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের কথা মাথায় রেখে কলকাতা থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন শুরু করতে চলেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। তা চলবে আগামী দু’বছর।

    ওই সময়ে দেশের বিভিন্ন প্রান্তে শ্যামাপ্রসাদের উপরে আলোচনাসভা, প্রদর্শনী, শ্যামাপ্রসাদ ও স্বাধীনতার প্রেক্ষাপটে তাঁর ভূমিকা সংক্রান্ত তথ্যচিত্র দেখানো হবে। বিশেষ করে তরুণ ও যুব সমাজের কাছে শ্যামাপ্রসাদের আত্মত্যাগের কাহিনি তুলে ধরা হবে। এ ছাড়া শ্যামাপ্রসাদের ভাবনা, দেশাত্মবোধ, শিক্ষা সংক্রান্ত ভাবনাচিন্তা নিয়ে আলোচনার আয়োজন করা হবে। দিল্লিতে আগামিকাল এ নিয়ে শ্যামাপ্রসাদের স্মৃতি-উদ্‌যাপন অনুষ্ঠানের আয়োজন করেছে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক। তাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র শেখাওয়াত।

    আজ দিল্লিতে শ্যামাপ্রসাদের জীবনকে ‘রাষ্ট্রবাদ কা আদিপুরুষ’ নামে একটি নাটকের মাধ্যমে তুলে ধরেন রাষ্ট্রীয় নাট্যকলা অ্যাকাডেমির সদস্যেরা। অনুষ্ঠানের উদ্যোক্তা ছিলেন দিল্লি বিজেপি নেতৃত্ব। আজ ওই নাটক দেখতে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপিনড্ডা। উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তও।

    আগরতলার ঐতিহ্যবাহীটাউন হলটির নামে শ্যামাপ্রসাদের নাম যুক্ত করার করার সিদ্ধান্তনিয়েছে ত্রিপুরার বিজেপি সরকার। রাজ্যের বিরোধীরা এইসিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে, পুরনো ভবনটির নাম পাল্টানোর বদলে নতুন একটি ভবন তৈরি করে শ্যামাপ্রসাদের নামে সেটির নাম রাখলে বরং প্রয়াত নেতাকে যোগ্য সম্মান জানানো যেত।
  • Link to this news (আনন্দবাজার)