শহরে ফরাসি পর্যটকের পাসপোর্ট ও ইউরো চুরি, গ্রেফতার এক
আনন্দবাজার | ০৯ জুলাই ২০২৫
বিদেশি পর্যটকদের জন্য কলকাতা শহর কি ধীরে ধীরে বিপজ্জনক জায়গা হয়ে উঠছে? একের পর এক ঘটনা যেন সে দিকেই ইঙ্গিত করছে!
এ শহরে বেড়াতে এসে সর্বস্ব খুইয়েছিলেন এক ফরাসি নাগরিক। চুরি হয়ে গিয়েছিল তাঁর পাসপোর্ট, নগদ অর্থ-সহ একাধিক দামি সামগ্রী। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে পার্ক স্ট্রিট থানা এলাকায়। সে দিন বিকেলেই তিনি পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে মঙ্গলবার এক জনকে গ্রেফতার করে পুলিশ। তার নাম মহম্মদ ইসতেয়াজ। সে জ়াকারিয়া স্ট্রিটের বাসিন্দা। তার কাছ থেকে চুরি যাওয়া আড়াই হাজার ইউরো উদ্ধার করা হয়েছে। তবে, পাসপোর্ট এবং অন্যান্য সামগ্রী এখনও মেলেনি। ইসতেয়াজকে জেরা করে পুলিশ জেনেছে, চোরের কাছ থেকেই ওই ইউরো তার হাতে এসেছিল এবং সে সেগুলি ভাঙানোর চেষ্টায় ছিল। মূল চোর ও ইসতেয়াজ একই দুষ্কৃতী দলের সদস্য বলে মনে করছে পুলিশ। অভিযুক্ত সেই চোরকেই এখন খুঁজছে তারা। প্রসঙ্গত, মাস দুয়েক আগেও বিধাননগর কমিশনারেট এলাকায় এক জন গাড়িচালকের হাতে হেনস্থা হতে হয়েছিল এক আমেরিকান পর্যটককে। সেই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পরে ফের এই ঘটনায় শহরে বিদেশিদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে।
জানা গিয়েছে, মিশেল ডেলর্ট নামে অভিযোগকারী ফরাসি নাগরিক প্যারিসের বাসিন্দা। কয়েক দিন আগে তিনি কলকাতায় আসেন। থানায় লিখিত অভিযোগে মিশেল জানিয়েছেন, সোমবার বেলা ১২টা নাগাদ জওহরলাল নেহরু রোডের ফুটপাতে ঘুরছিলেন তিনি। সেই সময়ে ফুটপাতে থাকা পথশিশুদের সঙ্গে বেশ কিছু ক্ষণ সময়ও কাটান। এর পরে পার্ক স্ট্রিট এলাকারই বেশ কয়েকটি জায়গায় যান। বেশ কিছু ক্ষণ পরে মিশেল নিজের ব্যাগ খুলে দেখেন, নগদ আড়াই হাজার ইউরো উধাও। ব্যাগের ভিতরে তাঁর পাসপোর্টটিও নেই। হোটেলে ফিরে খোঁজাখুঁজির পরেও পাসপোর্ট ও ইউরো না পেয়ে পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হন ওই পর্যটক।
মিশেলের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করে পার্ক স্ট্রিট থানা। প্রাথমিক ভাবে জওহরলাল নেহরু রোড-সহ একাধিক রাস্তার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। মিশেল যখন জওহরলাল নেহরু রোডের ফুটপাতে পথশিশুদের সঙ্গে সময় কাটাচ্ছিলেন, তখনই আশপাশে সন্দেহজনক কয়েক জনকে দেখা গিয়েছে বলেও তদন্তকারীরা জানিয়েছেন। যদিও মূল চোরকে এখনও ধরতে পারেননি তাঁরা।
প্রসঙ্গত, গত মে মাসে এক ট্যাক্সিচালক ও তার সঙ্গীর হাতে হেনস্থা হন এক জন আমেরিকান নাগরিক। বিমানবন্দর থেকে ট্যাক্সি নিয়ে পার্ক স্ট্রিটে আসার পথে তাদের রোষের মুখে পড়েন ওই পর্যটক। তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পর্যটকের তোলা ভিডিয়োয় হুমকির বিষয়টি ধরাও পড়ে। সেটি ভাইরাল হতেই অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ।