• ইঞ্জিনিয়ারিংয়ে আলাদা কাউন্সেলিং চান যাদবপুর কর্তৃপক্ষ
    আনন্দবাজার | ০৯ জুলাই ২০২৫
  • জয়েন্ট এন্ট্রান্সের ফল কবে বেরোবে, তা এখনও অনিশ্চিত। মঙ্গলবারও শিক্ষামন্ত্রী ব্রাত‍্য বসু জানিয়েছেন, ওবিসি মামলার জটেই বিষয়টি আটকে। তিনি বলেন, “শীঘ্রই সুপ্রিম কোর্টের দিকনির্দেশ পেয়ে ফল বার করা যাবে।” এই পরিস্থিতিতে সময় মতো ইঞ্জিনিয়ারিংয়ের ক্লাস শুরু করতে জয়েন্টের ফল বেরোলেই তাঁদের জন‍্য আলাদা কাউন্সেলিং প্রক্রিয়া চালুর আর্জি জানালেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাজ‍্য উচ্চ শিক্ষা দফতরের কারিগরি শিক্ষা বিষয়ক অধিকর্তাকে চিঠি লিখে এই অনুরোধ করেছেন যাদবপুরের ইঞ্জিনিয়ারিংয়ের ডিন সরোজ মণ্ডল।

    প্রসঙ্গত, যাদবপুরের সঙ্গে রাজ‍্য সরকারের অধীনস্থ অন‍্য ইঞ্জিনিয়ারিং কলেজ এবং কিছু বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজেরও কাউন্সেলিং হয়। বিশ্ববিদ্যালয়ের তরফে অনুরোধ, আলাদা ভাবে তাদের জন‍্য কাউন্সেলিংয়ের অনুমতি দিলে ভর্তি প্রক্রিয়ায় ৫-৬ সপ্তাহ সময় কম লাগবে। গত বছর জুনের শুরুতে জয়েন্টের ফল বেরিয়েছিল। তার পরেও কাউন্সেলিংয়ের শেষে এআইসিটিই-র বিধিমাফিক ইনডাকশনের পরে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হতে নভেম্বর গড়ায়। যাদবপুর কর্তৃপক্ষের ব‍্যাখ‍্যা, এই দেরির জন‍্য প্রথম বর্ষের শিক্ষার্থীদের পঠনপাঠনের অনেক ক্ষতি হয়, কিছু বিষয়ে অনেকে সাপ্লিমেন্টারি পান বা উত্তীর্ণ হতে ব‍্যর্থ হন। বিকাশ ভবনের একটি সূত্র জানায়, উচ্চতর কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন।

    সংশ্লিষ্ট মহলের মতে, রাজ‍্য সরকারের অনলাইনে একযোগে অনেকগুলি কলেজের কাউন্সেলিং ব‍্যবস্থাটি সময়সাপেক্ষ। তার পরে আসন শূন্য থাকলে মপ-আপ পর্বে যাদবপুর কর্তৃপক্ষকে ফের আলাদা কাউন্সেলিং করাতে হবে। যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি পার্থপ্রতিম বিশ্বাস এবং সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় ইতিমধ‍্যে সহ-উপাচার্য অমিতাভ দত্তকে চিঠি দিয়ে জানিয়েছেন, জয়েন্টে উত্তীর্ণদের ভর্তি প্রক্রিয়ায় এত দেরি হলে অনেক মেধাবী ইচ্ছে থাকলেও যাদবপুরে পড়তে পারবেন না। তাঁরা এনআইটি-তে যেতে বাধ‍্য হবেন। পাশাপাশি, যাদবপুরে কলা, বিজ্ঞান শাখায় ভর্তির ধাঁচে ইঞ্জিনিয়ারিংয়েও দু’-এক দফা কাউন্সেলিংয়েই ভর্তি সম্পন্ন করা গেলে শিক্ষার্থীদের সুবিধা বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্টদের মত।

    যাদবপুরের সহ-উপাচার্যও জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে চিঠি লিখে দ্রুত ফল প্রকাশের আর্জি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সহ-উপাচার্য তথা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সিদ্ধার্থ দত্তেরও মতে, ‘‘ভর্তিতে এত দেরি হলে যাদবপুরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ছাড়া ইঞ্জিনিয়ারিংয়ের অন্য শাখায় অনেক আসন শূন্য থাকবে।’’
  • Link to this news (আনন্দবাজার)