ফোনের কথোপকথনকে গালিগালাজ ভেবে বচসায় জড়ালেন দুই প্রতিবেশী। যার জেরে ধাক্কাধাক্কির সময়ে পড়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে এই ঘটনা ঘটেছে বৌবাজার থানা এলাকার গোপালচন্দ্র লেনে। মৃতের নাম মহম্মদ এজহার আহমেদ (৪৫)।
প্রায় ৫০ বছর ধরে গোপালচন্দ্র লেনের একটি আবাসনের বাসিন্দা এজহারের পরিবার। এ দিন বিকেলে এজহার বাড়ি থেকে বেরিয়ে কিছুটা দূরে তাঁর খাবারের দোকানে যাচ্ছিলেন। তখন ফোনে কথা বলছিলেন তিনি। সেই কথাবার্তার মধ্যেই আচমকা একটি কথার সূত্র ধরে প্রতিবেশী সেলিম মারওয়াড়ি ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি ভেবে বসেন, তাঁকে গালাগাল দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারে বচসা শুরু হয়। সেই সময়ে এজহারকে ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ তাঁর কন্যা বুশরা এজহারের। এর পরে নিজের বাড়িতে ঢোকার মুখে পড়ে যান এজহার। কলকাতা মেডিক্যাল কলেজে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
বুশরা বলেন, ‘‘সেলিমের পরিবার কথায় কথায় সমস্যা তৈরি করে। এ দিন বচসার সময়ে বাবাকে ধাক্কা দেওয়া হয়। তাতেই উনি অসুস্থ হয়ে পড়েন।’’ এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে। সেলিমের পরিবারকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এজহারের দেহের ময়না তদন্ত করানো হবে। সেলিমের পরিবারের অবশ্য দাবি, এজহার আগে থেকেই অসুস্থ ছিলেন। কেউ তাঁকে ধাক্কা দেননি। এই মৃত্যুর সঙ্গে তাঁদের যোগ নেই।
এজহার পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন। স্ত্রী মারা গিয়েছেন। দুই কন্যা ও এক ছেলেকে নিয়ে তিনি থাকতেন।