পথ ভুলে নদী থেকে শহরে, জলপাইগুড়িতে লুপ্তপ্রায় ৫টি বালিহাঁসের প্রাণ বাঁচালেন মাংস বিক্রেতা!
বর্তমান | ০৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: হাঁসের প্রাণ বাঁচালেন মাংস বিক্রেতা! শুনতে অবিশ্বাস্য লাগলেও, জলপাইগুড়িতে ঘটেছে এমনটাই। তাও একেবারে লুপ্তপ্রায় প্রজাতির বালিহাঁসের প্রাণ বাঁচিয়ে সংবাদ শিরোনামে এসেছেন মাংস বিক্রেতা সাগর রাউত।জানা গিয়েছে, আজ বুধবার দুপুরে জলপাইগুড়ি পুরসভার নতুনপাড়ার নিকাশিনালা থেকে মা-সহ বালিহাঁসের পাঁচটি শাবক উদ্ধার করেন সাফাইকর্মীরা। সৌভাগ্যবশত, ওই সময়ই সেখানে ছিলেন মাংস বিক্রেতা সাগর রাউত। চেনা পরিচিত থাকায় তাঁর হাতেই প্রাণীগুলিকে তুলে দেন সাফাই কর্মীরা। তবে পাখিগুলিকে দেখে চিনতে ভুল হয়নি মাংস বিক্রেতার। লুপ্তপ্রায় প্রাণী হওয়ায় হাঁসগুলিকে না মেরে, সেগুলিকে করলা নদীতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো হাঁসগুলিকে কার্টুন বক্সে করে নদীর পাড়ে নিয়ে এলে খবর পান বনকর্মীরা। তাঁরা নদীর পাড়ে এসে দেখেন মাংস বিক্রেতা হাঁসগুলিকে নদীতে ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁর মুখে গোটা বিষয়টি জানতে পেরে ভূয়সী প্রশংসা করেন বনকর্মীরাও।