ক্রিকেট খেলা নিয়ে গোলমালের জেরে শিলিগুড়িতে খণ্ডযুদ্ধ! ভাঙল একাধিক গাড়ি, জখম ৪
বর্তমান | ০৯ জুলাই ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে দু'টি পাড়ার মধ্যে ক্রিকেট খেলা নিয়ে প্রবল উত্তেজনা, হাতাহাতি থেকে কার্যত খণ্ডযুদ্ধ! গোটা ঘটনায় জখম কমপক্ষে ৪ জন। দিন কয়েক আগে হওয়া একটি ক্রিকেট ম্যাচ ঘিরে বিরোধের জেরেই এই খণ্ডযুদ্ধ বাধে বলে দাবি পুলিসের।ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে চার ডিসিপি-সহ পুলিস কমিশনার সি সুধাকার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিস লাঠিচার্জের পাশপাশি, তিন রাউন্ড টিয়ার গ্যাসের সেল ফাটিয়েছে বলেও স্থানীয় সূত্রে দাবি। ঘটনায় কয়েকজনকে আটকও করেছে পুলিস।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ২৯ জুন ক্রিকেট খেলা নিয়ে ঝামেলা হয় বাগরাকোট ও টিকিয়াপাড়ার মধ্যে। সেই সময় স্থানীয়রা আলোচনা করে সমস্যা মেটান। কিন্তু, অভিযোগ মঙ্গলবার ফের বাগরাকোটের এক যুবকের উপরে হামলা করে টিকিয়া পাড়ার একাংশ। দু’পক্ষই এরপর থানায় অভিযোগ দায়ের করে।কিন্তু বুধবার পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। এদিন দুপুরে বাঁশ, লাঠি, বাটাম, লোহার রড নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাপিয়ে পড়ে দুই যুযুধান শিবির। উভয়পক্ষের মধ্যে ইট বৃষ্টি হয়। ভাঙা হয় বেশ কয়েকটি গাড়িও। পরিস্থিতি সামাল দিতে র্যাফ নামাতে হয় পুলিসকে। বর্তমানে এলাকায় গণ্ডগোল কমলেও, থমথমে আবহাওয়া বিরাজ করছে।