• বেলা বাড়তেই খুলে গেল দোকান,বাজার! রায়গঞ্জে চলছে পুলিস পেট্রোলিং
    বর্তমান | ০৯ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ : বেলা বাড়তেই রায়গঞ্জে বদলে গেল বনধের চিত্র। কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটে বুধবার সকাল থেকেই ট্রেন আটকাতে রেললাইনের বসে বিক্ষোভ দেখায় ধর্মঘটীরা। এছাড়াও, সকালের দিকে জোর করে দোকান বন্ধ করানো, ভাঙচুরের চেষ্টার মতো একাধিক কার্যকলাপের সাক্ষী ছিল রায়গঞ্জ। তবে বেলা বাড়তেই বাজার, দোকান খুলতে শুরু করে। সকাল ৯ টার পর থেকে খুলে যায় অফিসগুলিও। পাশাপাশি রায়গঞ্জ শহরে সরকারি বাস পরিষেবাও ছিল স্বাভাবিক। তবে কিছু দোকানি এদিন অশান্তির আশঙ্কায় সকালে দোকান খোলেননি বলে দাবি। কেউ দোকানের পাল্লা অর্ধেক খুলে রেখেই বেচাকেনা করেছেন। অন্যদিকে, অশান্তি রুখতে সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অতিরিক্ত পুলিস মোতায়েন ছিল। নিরাপত্তার জন্য এনবিএসটিসি বাসের চালকদের হেলমেট পরেও বাস চালাতে দেখা যায়। এদিন সকাল আটটা নাগাদ বনধ সমর্থনকারীরা শহরের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত মিছিল করে। বনধ পালনে জোরজবরদস্তি করার অভিযোগে রায়গঞ্জ থানার পুলিস বেশ কয়েকজনকে আটক করেছে। রায়গঞ্জ থানার আইসি বিশ্বাশ্রয় সরকার জানিয়েছেন, পুলিস রাস্তায় থেকে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে। লাগাতার পুলিসের পেট্রোলিং চলছে।
  • Link to this news (বর্তমান)