• ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর বিধানসভায় প্রবেশের অধিকার নেই, শুভেন্দুকে হেনস্তা মামলায় হাই কোর্টে জানাল রাজ্য
    প্রতিদিন | ০৯ জুলাই ২০২৫
  • গোবিন্দ রায়: ব্যক্তিগত নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভার অন্দরে প্রবেশাধিকার নেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আনা মামলায় জানিয়ে দিল রাজ্যের অ্যাডভোকেট জেনারেল।

    সম্প্রতি বিধানসভার অন্দরে বিরোধী দলনেতাকে হেনস্তা হতে হয়েছে এমন অভিযোগে তাঁর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের বিধানসভায় প্রবেশের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল সেই মামলার শুনানি। সেখানে সওয়াল করতে গিয়ে এজি বলেন, “বিধানসভার নিরাপত্তার দায়িত্বে থাকেন মার্শাল। যখন অধিবেশন চলে সেসময় বিধানসভায় মার্শালের নেতৃত্বে কলকাতা পুলিশের বিশেষ বাহিনী মোতায়েন করা হয়। শাসকদল বা বিরোধী দলের বিধায়করা কিংবা মন্ত্রী বা বিরোধী দলনেতার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের একটি নির্দিষ্ট জায়গা পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়। সেক্ষেত্রে বিরোধী বা শাসক দল কিংবা রাজ্য বা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর ক্ষেত্রে কোনও বাদ বিচার নেই।”

    তাঁর আরও যুক্তি, বিধানসভার অন্দরে অস্ত্র-সহ প্রবেশাধিকার নিষিদ্ধ তাই, বিধায়ক ও মন্ত্রীদের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী তা কেন্দ্রীয় হোক রাজ্য, কারও প্রবেশাধিকার নেই। পার্লামেন্টেও একই নিয়ম জারি রয়েছে। এদিন এই মামলার প্রত্যহ শুনানির দাবি জানান শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য। যদিও বিচারপতি সিনহা জানিয়ে দেন, বিষয়টি এত গুরুত্বপূর্ণও নয় যে প্রত্যহ শুনানির প্রয়োজন রয়েছে। আগামী ২১ জুলাই ফের এই মামলার শুনানি।
  • Link to this news (প্রতিদিন)