পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তৃণমূল নেত্রী গত ৪ জুলাই রাতে চাপড়া রানাবন্ধ এলাকা থেকে খ্রিস্টানপাড়ায় যাচ্ছিলেন। সেই সময় অমিত পাল নামে ওই ভিলেজ পুলিশ মহিলার হাত ধরে টানাটানি করে। এবং কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। মহিলা কোনওমতে হাত ছাড়িয়ে বাড়িতে দৌড়ে পালিয়ে যান। অভিযোগ, সেখানেও হানা দেন অভিযুক্ত ভিলেজ কর্মী। তাঁর বিরুদ্ধে হুমকি দেওয়ারও অভিযোগ তুলেছেন মহিলা। তারপর মহিলা চাপড়া থানায় ফোন করে বিষয়টি জানান। পুলিশ এলে অভিযুক্ত অমিত পালিয়ে যান।
নির্যাতিতা মহিলা আরও অভিযোগ জানিয়েছেন, তাঁকে বিষয়টি মিটিয়ে নিতে হুমকি দেওয়া হয়েছে। মঙ্গলবার তিনি থানায় লিখিত অভিযোগ জানান। তারপরই ওই ভিলেজ পুলিশকে গ্রেপ্তার করে চাপড়া থানার পুলিশ। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে, ফকির মাজদি, ভজন দাস ও জয় পাল নামে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা মহিলাকে হুমকি দিয়েছেন।
অভিযোগ পাওয়ার পর মঙ্গলবার রাতে প্রথমে ভিলেজ পুলিশ ও রাতে বাকি অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের আজ বুধবার জেলা আদলতে পেশ করে পুলিশি হেফাজতে চেয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে চাপড়া থানা।