• মালদহের রাস্তায় নাবালিকার শ্লীলতাহানি! টোটো চালককে মার উত্তেজিত জনতার, আহত পুলিশও
    প্রতিদিন | ০৯ জুলাই ২০২৫
  • বাবুল হক, মালদহ: নাবালিকার শ্লীলতাহানি! মধ্য বয়স্ক টোটো চালককে মারধর উত্তেজিত জনতার। তাঁকে উদ্ধার করতে গিয়ে আহত পুলিশ। ঘটনায় তীব্র চাঞ্চল্য মালদহের কালিয়াচকে। পরে বিশাল পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযুক্ত প্রৌঢ়কে আটক করেছে পুলিশ।

    মাত্র ১০ বছরের এক নাবালিকাকে স্কুল নিয়ে যাওয়ার পথে ৫০ বছর বয়সি এক টোটো চালক তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। কালিয়াচক থানার করারি চাঁদপুরের হারকালাটোলা এলাকায়। এই অভিযোগ উঠতেই অভিযুক্ত টোটো চালককে ধরে গণধোলাই দিতে শুরু করেন উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রৌঢ়কে উদ্ধার করতে গেলে বাধা পায় পুলিশ। ঘটনায় এক পুলিশ অফিসার এবং বেশ কয়েকজন সিভিক ভলান্টিয়ার আহত হন। তারপরই কালিয়াচকের এসডিপিও ফয়জাল রেজা এবং কালিয়াচক থানার আইসি সুমন রায় চৌধুরির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। তারপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

    স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, এদিন ওই এলাকার দশ বছরের এক নাবালিকাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ৫০ বছর বয়সী এক টোটো চালক তার সঙ্গে অভব্য আচরণ করে এবং তার শ্লীলতাহানি করে। তা অনেকের নজরে পড়ে। তখন ওই টোটো চালককে ধরে মারধর করেন। অভিযুক্ত টোটো চালককে আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জেলা পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে
  • Link to this news (প্রতিদিন)