• ‘কলেজে অসভ্যতা বন্ধে নির্বাচন জরুরি’, ছাত্রভোটের পক্ষে সওয়াল স্পিকারের
    প্রতিদিন | ০৯ জুলাই ২০২৫
  • স্টাফ রিপোর্টার, কলকাতা ও বারুইপুর: কোনও কলেজে নবাগতা ছাত্রীকে দিয়ে ‘সিনিয়র দাদা’ মাথা টেপাচ্ছেন। কোনও কলেজে মাঝরাতে ভোজপুরি গান চালিয়ে চলছে নাচ, ডাকা হচ্ছে ছাত্রীদের। কলকাতা ও লাগোয়া জেলার দুটি কলেজের ভিডিও ও অভিযোগ ঘিরে অস্বস্তিকর চিত্র। যা নিয়ে ক্ষোভ উগরে তীব্র প্রতিক্রিয়া জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “কলেজগুলোতে যা হচ্ছে, সেসব কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এগুলো বন্ধ হওয়া উচিত। মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী কেউই এসব সমর্থন করেন না। এগুলো তো অসভ্যতা!” এই প্রসঙ্গেই কলেজে কলেজে অবিলম্বে নির্বাচন জরুরি বলে নিজের মত ব্যক্ত করেছেন স্পিকার। তাঁর কথায়, “কলেজে অবিলম্বে ছাত্র নির্বাচন হওয়া উচিত। ছাত্র সংসদ না থাকলে ছাত্র ইউনিয়নের আবার কী প্রয়োজন? সরকার নিশ্চয়ই এই ব্যাপারে চিন্তাভাবনা করবে।”

    নবাগতাকে দিয়ে কলেজের সিনিয়র দাদার মাথা টেপানোর একটি ভিডিও সদ্যই ভাইরাল হয়েছে দক্ষিণ ২৪ পরগনা সোনারপুর কলেজের। প্রতীককুমার দে নামে ওই ছাত্র ওই কলেজেরই টিএমসিপির কো-অর্ডিনেটর। অভিযুক্ত একইসঙ্গে রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আবার সোনারপুর দক্ষিণ বিধানসভা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতিও। যদিও প্রতীক ওই কলেজের ছাত্র নয়। বারুইপুর কলেজের প্রাক্তন ছাত্র সে। সে ক্ষেত্রে ওই কলেজে কীভাবে টিএমসিপির কো-অর্ডিনেটর হল তা নিয়েও প্রশ্ন তুলেছেন কলেজের পড়ুয়া ও অভিভাবকরা। তবে অভিযুক্ত প্রতীকের দাবি, “আমাকে ফাঁসাতে আমার ভিডিও এডিট করে দেখানো হয়েছে।” ওই ছাত্রনেতার বিরুদ্ধে এর আগেও রাজপুর-সোনারপুর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদারও অভিযোগ করেছিলেন তাঁকে শারীরিক এবং মানসিকভাবে হেনস্তা করা হয়েছে এই দাবিতে।

    অন্যদিকে, গড়িয়াহাট আইটিআইতে রাতে ভোজপুরি গান চালিয়ে নাচের ঘটনায় নাম জড়িয়েছে কসবা আইন কলেজের ঘটনায় অভিযুক্ত মনোজিৎ মিশ্র-ঘনিষ্ঠ সঞ্জয় চৌধুরীর। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্য, “কেউ প্রাক্তনী হলেই যে কলেজে রাজনীতি করতে পারবে না, সেটা কেন? সিপিএম আমলে তো লোকাল কমিটি কলেজ ইউনিয়ন চালাত। কেউ দক্ষ সংগঠক হলে কোনও কলেজে ইউনিটের কাজের জন্য কেউ যেতেই পারে। বিচ্ছিন্ন দু-একটি কলেজের ঘটনার প্রেক্ষিতে সব কলেজের ছাত্রছাত্রীদের মূল্যায়ন ঠিক নয়।” কুণালের বক্তব্য, “একটা ভিডিও কোথা থেকে ভাইরাল হচ্ছে সেটা বলা মুশকিল। কেউ মজা করে কি না, কেউ পূর্বরাগে এ কাজ করল কি না, সেটা দেখতে হবে।”
  • Link to this news (প্রতিদিন)