‘একুশে জুলাই নিয়ে মাথাব্যথা নেই’, শমীকের সঙ্গে বৈঠকের পরই দিলীপের গলায় অন্য সুর
প্রতিদিন | ০৯ জুলাই ২০২৫
রূপায়ণ গঙ্গোপাধ্যায়: দিলীপ ঘোষে মুখেই শোনা গিয়েছিল, “একুশে কোনও না কোনও মঞ্চে থাকব।” তাতেই উসকে উঠেছিল তাঁর তৃণমূলে যোগের জল্পনা। নেতা সরাসরি তৃণমূলে যোগের কথা না জানালেও তাঁর হাবভাব ভাবতে বাধ্য করেছিল সকলকেই। কিন্তু নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর দিলীপের গলায় অন্য সুর। এদিন সোশাল মিডিয়া পোস্টে বিজেপি নেতা সাফ জানালেন, একুশে জুলাই নিয়ে কোনও মাথাব্যথাই নেই!
শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদারের জমানায় বঙ্গ বিজেপির এককালের সব থেকে দাপুটে নেতা দিলীপ ঘোষ যে অনেকটাই ব্যাকফুটে তা বলার অপেক্ষা রাখে না। এদিকে বাংলায় বিজেপির উত্থানের নেপথ্যে কিন্তু ছিলেন এই ‘দাবাং’ নেতাই। তাই দল ‘ব্রাত্য’ করায় অভিমান হয়েছে নেতার। কিন্তু ভেঙে পড়ার লোক তিনি নন। তাই খোদ আরএসএস নেতৃত্বকে সাফ জানিয়েছিলেন, নিজের মতো করেই কাজ করবেন। অনুমতিও মিলেছিল। কিন্তু তারপরও বঙ্গ বিজেপির কোনও সভা, সমিতিতে ডাক পাননি দিলীপ। মোদি-শাহ শহরে এসেছেন, সভা করেছেন, কিন্তু সেখানেও ‘ব্রাত্য’ই ছিলেন প্রাক্তন সাংসদ-বিধায়ক। স্বাভাবিকভাবেই অভিমান একটা সময়ে পাহাড়ের আকার নিয়েছে। প্রকাশ্যে পালটা আক্রমণের পথে হেঁটেছেন দিলীপ। বুঝিয়ে দিয়েছেন, “কুছ পরোয়া নেহি, দিলীপ একাই একশো।”
আর সেখান থেকেই শুরু হয়েছে তাঁর বিজেপি ত্যাগের জল্পনা। কখনও কানাঘুষো হয়েছে, বিজেপি ছেড়ে নতুন দল গড়ছেন দিলীপ। আবার দিঘার জগন্নাথধাম দর্শনের পর থেকে কারও কারও দাবি পদ্ম ছেড়ে এবার ঘাসফুলের পথে তিনি। বহুবার সরাসরি এহেন প্রশ্নের মুখোমুখি হয়েছেন বিজেপি নেতা। কিন্তু কোনওবারই কিছু খোলসা করেননি। বরং বারবার উসকে দিয়েছেন জল্পনা। এই পরিস্থিতিতে মঙ্গলবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেন দিলীপ। তারপরই বুধবার ফেসবুক পোস্টে তিনি লিখলেন, একুশে জুলাই নিয়ে কোনও মাথাব্যথাই নেই! লেখেন, ‘ভারতীয় জনতা পার্টির একটা মিশন আছে। আমরা একটা নির্দিষ্ট লক্ষ্যে লড়াই করছি। কাজ করছি ৭০ বছর ধরে। একুশে জুলাই নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। যারা একুশে জুলাইয়ের রাজনীতি করে অভ্যস্ত তাঁদের কাছে এটার গুরুত্ব আছে। এর আগেও অনেক একুশে জুলাই গিয়েছে। ভবিষ্যতেও অনেক হবে। এটা আমাদের ভাবার বিষয় নয়।’ অর্থাৎ দিলীপ বুঝিয়ে দিতে চেয়েছেন, একুশে জুলাই বা তৃণমূলে যোগ নিয়ে জল্পনার কোনও জায়গাই নয়।