• কলকাতায় আসছেন ওমর আবদুল্লাহ, মমতার সঙ্গে বৈঠক করবেন জম্মু কাশ্মীরের CM
    হিন্দুস্তান টাইমস | ০৯ জুলাই ২০২৫
  • কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হানার প্রায় দুমাস পর এবার কলকাতায় আসছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। সূত্রের খবর, বৃহস্পতিবার বিকেলে তিনি কলকাতায় এসে পৌঁছাবেন। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি বৈঠকে বসতে পারেন খবর। দুই মুখ্যমন্ত্রীর এই সাক্ষাৎ রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।


    কাশ্মীরের সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় পশ্চিমবঙ্গের তরফে সহমর্মিতা দেখানো হয়েছে। এছাড়াও ওই ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় যে একটি প্রতিনিধিদল পাঠিয়েছিলেন রাজৌরি ও পুঞ্চের ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে, তা কাশ্মীর প্রশাসনের তরফে ইতিবাচকভাবে দেখা হয়। তৃণমূলের ওই দলটিতে ছিলেন ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, মানস ভুঁইঞা-সহ পাঁচজন সাংসদ। স্থানীয় মানুষের পাশে দাঁড়াতে তাঁদের ভূমিকাও ছিল বেশ গ্রহণযোগ্য। ফলে এবার সেই সৌজন্য ফেরাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি দেখা করতে আসছেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আব্দুল্লাহ। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরে ভোটার তালিকা সংশোধন নিয়ে যে জট তৈরি হয়েছে, তা নিয়ে আলোচনা হতে পারে দুই মুখ্যমন্ত্রীর মধ্যে। এছাড়া সামগ্রিক ভাবে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও কেন্দ্র-বিরোধী লড়াইয়ের প্রসঙ্গও উঠে আসতে পারে।

    উল্লেখযোগ্যভাবে, সর্বভারতীয় বিরোধী জোট গঠনের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা ইতিমধ্যেই বেশ গুরুত্ব পেয়েছে। বিভিন্ন রাজ্যের আঞ্চলিক নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক এবং নিয়মিত সংলাপই সেই উদ্যোগকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এর আগেও সমাজবাদী পার্টির অখিলেশ যাদব ও আরজেডি নেতা তেজস্বী যাদব কলকাতায় এসে মমতার সঙ্গে বৈঠক করেছেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীও। কাশ্মীরের পহেলগাঁওয়ে এপ্রিলের মাঝামাঝি ঘটে যাওয়া ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন। সেই ঘটনার পর এলাকায় পর্যটন কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল। ঠিক সেই প্রেক্ষিতেই এই সফরকে ঘিরে তৈরি হয়েছে কূটনৈতিক ও রাজনৈতিক কৌতূহল। সব ঠিক থাকলে, বৃহস্পতিবার বিকেলেই এই বৈঠক অনুষ্ঠিত হবে নবান্নে। তবে এখনও পর্যন্ত দুই সরকারের তরফে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)