• আরজি করের ঘটনাস্থল ঘুরে দেখার আবেদন নির্যাতিতার পরিবারের, খারিজ আদালতে
    এই সময় | ০৯ জুলাই ২০২৫
  • ক্রাইম সিনে যাওয়ার আবেদন নিয়ে আদালতে গিয়েছিল আরজি করের নির্যাতিতার পরিবার। বুধবার সেই আবেদন খারিজ করে দিল শিয়ালদহ আদালত। তদন্ত চলছে। ফলে এই মুহূর্তে অকুস্থল পরিদর্শন করতে দেওয়ার এক্তিয়ার নিম্ন আদালতের নেই, জানায় আদালত। একই সঙ্গে এ দিন আদালতের ভর্ৎসনার মুখে পড়তে হয় সিবিআইকে। কার্যত তুলোধোনা করেন বিচারক অরিজিৎ মণ্ডল।

    সিবিআইয়ের উপর অত্যন্ত ক্ষুব্ধ বিচারক। নির্যাতিতার পরিবারের এই আবেদনে সিবিআই কেন ‘নো অবজেকশন’ দিল, তা নিয়ে প্রশ্ন করেন বিচারক। সিবিআইয়ের অবস্থা অত্যন্ত শোচনীয়, এমনও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে নির্যাতিতার পরিবারের আইনজীবীকে উদ্দেশ করে বিচারক বলেন, ‘সিবিআই যে হেতু অবজেকশন দেয়নি, তা হলে সিবিআই কি আপনাদের সাহায্য নিতে চাইছে? যদি তাই হয়, তা হলে হাইকোর্টে গিয়ে আবেদন করুন।’

    নির্যাতিতার পরিবারের আইনজীবীকে বিচারক বলেন, ‘ইন্ডিপেন্ডেন্ট ফরেন্সিক এক্সপার্ট নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছেন, প্লেস অফ অকারেন্সের মেজারমেন্ট করার কথাও উল্লেখ আছে আবেদনে। সেটা কী ভাবে সম্ভব? রাজ্য যদি ব্যর্থ হয়, সে ক্ষেত্রে সিবিআই আছে।’ এই আবেদন সমান্তরাল তদন্ত চালানোর সমান বলে পর্যবেক্ষণ আদালতের।

    বিচারক বলেন, ‘সিবিআই তদন্ত করছে। তদন্তের একটা অংশ শেষ হয়েছে। এখনও একটা অংশ, অর্থাৎ বৃহত্তর ষড়যন্ত্রের অংশে তদন্ত চলছে। যদি এই মুহূর্তে পরিদর্শনের অনুমতি দিতাম, তা হলে আপনারা গিয়ে কী করতেন?’ তিনি জানান, এই অনুমতি দেওয়ার অধিকার নিম্ন আদালতের নেই।

    আরও একটি বিষয় এ দিন আদালতে ওঠে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবীদের বিচারক জানান, সরাসরি এই আবেদনের ক্ষেত্রে তাঁদের কোনও ভূমিকা ছিল না। তবু অভিযুক্তরা কেন অবজেকশন দিল?

    প্রসঙ্গত, এই আবেদন নিয়ে এর আগে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন নির্যাতিতার পরিবার। সেখান থেকে নিম্ন আদালতে পাঠানো হয়। যে হেতু প্রাথমিক তদন্ত নিম্ন আদালতের হাতে। তবে এ দিনের পরে ফের নির্যাতিতার পরিবার চাইলে হাইকোর্টে যেতে পারবেন। নিম্ন আদালতও সে কথাই জানিয়েছে।

  • Link to this news (এই সময়)