বৃষ্টির মতো উড়ে এল ইঁট-পাথর, লাঠিচার্জের সঙ্গে ছোঁড়া হল কাঁদানে গ্যাসের শেল, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে শিলিগুড়িতে তুলকালাম...
আজকাল | ১০ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: সামান্য খেলাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হল শিলিগুড়িতে। গত রবিবার শিলিগুড়ির ৬ ও ২০ নম্বর ওয়ার্ডের মধ্যে চলছিল ক্রিকেট খেলা। সেইসময় মাঠে উপস্থিত দু'পক্ষের মধ্যে শুরু হয় একটি বিষয়কে ঘিরে তুমুল অশান্তি। অবস্থা গুরুতর আকার ধারণ করলে কর্তৃপক্ষ খেলা থামিয়ে দেন।
পরেরদিন সোমবার ফের রবিবারের ঘটনা ঘিরে শুরু হয় নতুন করে অশান্তি। অভিযোগ,সোমবার রাতে বিবাদমান দু'পক্ষের এক পক্ষ আরেক পক্ষের একজনকে বেধড়ক মারধর করে। অভিযোগ পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ দু'জনকে গ্রেপ্তার করে। বুধবার ফের নতুন করে অশান্তি শুরু হয়।
এদিন শিলিগুড়ির ২০ ও ২৮ নম্বর ওয়ার্ড এলাকায় বেলা ১২টা নাগাদ দু'পক্ষের সংঘর্ষের জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রথমে হাতাহাতি এবং তারপর এক পক্ষ আরেক পক্ষের দিকে বৃষ্টির মতো ইঁট-পাথর ছুঁড়তে থাকে। অভিযোগ, গোলমালের চলাকালীন ভাঙচুর করা হয় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাড়ি ও কয়েকটি দোকান। পুলিশ আসার পর তাদের ওপরেও হামলা করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে আসেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর নিজে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের তরফে প্রথমে লাঠিচার্জ ও এরপর কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয়। মোতায়েন করা হয় এক বিরাট পুলিশবাহিনী।