• অ্যাসোসিয়েশন অফ কমার্সের বার্ষিক সভায় সরকারের শিল্পবান্ধব নীতির প্রশংসা...
    আজকাল | ১০ জুলাই ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: অনুষ্ঠিত হল হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের বার্ষিক সভা। বুধবার পোলবার সুগন্ধার ভেদাম রিসোর্টে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন হুগলি জেলার বিভিন্ন ছোট বড় একাধিক শিল্পদ্যোগী। গত কয়েক বছর ধরে তৈরি হওয়া এই সংগঠন জেলায় কর্মসংস্থানের ক্ষেত্রে দিশা দেখাচ্ছেন।

    এদিন প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার,জেলার অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর তামিল অভিয়া এস,জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক সুমনলাল গঙ্গোপাধ্যায়। সংগঠনের সভাপতি সভাপতি শেখ নাসির উদ্দিন,সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত, সদস্য অভিজিৎ বিশ্বাস, কৃষ্ণচন্দ্র মন্ডল সহ সংগঠনের অন্যান্য শিল্পদ্যোগি সদস্যরা।

    এদিন বৈঠক শেষে সভাপতি সেখ নাসিরুদ্দিন জানান, সভায় শিল্পের বিকাশ নিয়ে আলোচনা হয়েছে। অনুষ্ঠানে ১২৫ জন শিল্পোদ্যোগী আছেন।সংগঠন আট বছর ধরে চলছে। কোনও সমস্যা তৈরি হলে জেলা প্রশাসন জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন এবং দ্রুত সাহায্যও পেয়েছেন। যত দিন যাচ্ছে সংগঠনের সদস্য সংখ্যা বাড়ছে। একইসঙ্গে বাড়ছে কর্মসংস্থান। জেলায় ব্যবসার সুযোগ বাড়ছে। জেলায় ব্যবসা করার ক্ষেত্রে বিভিন্ন রকম সরকারি সুযোগ সুবিধা যেগুলো প্রয়োজন সেগুলি আগামীদিনেও যাতে ঠিকঠাক পাওয়া যায় সেটাই সংগঠনের কাছে কাম্য।

    রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সম্পাদক ইন্দ্রজিৎ দত্ত। তিনি বলেছেন, জেলা প্রশাসনের সহায়তায় শিল্প সম্ভাবনা বাড়ছে। শিল্প গড়ার ক্ষেত্রে প্রচলিত রীতি বা অনুমোদন মেলার বিষয়টি অনেকটাই সহজ হয়েছে। তার ফলও মিলেছে। দিল্লি রোড, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে জিটি রোডের পাশ্ববর্তী এলাকায় বহু ছোট মাঝারি শিল্প গড়ে উঠেছে। আর এটা সম্ভব হয়েছে রাজ্য সরকারের শিল্পবান্ধব নীতির জন্যই। কর্মসংস্থান হচ্ছে। সংগঠনের সদস্যের সংখ্যাও বাড়ছে। 
  • Link to this news (আজকাল)