দেশের বাইরে ‘এজেন্ট’ ঠিক করতে নতুন ছক পাকিস্তানের আইএসআইয়ের, দুই ধর্ম প্রচারক গ্রেপ্তারের পর পরিষ্কার হল রহস্য ...
আজকাল | ১০ জুলাই ২০২৫
বিভাস ভট্টাচার্য: দেশের বাইরে নিজেদের ‘এজেন্ট’ ঠিক করতে এবার চেনা ছকের বাইরে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। বর্ধমান থেকে দুই ধর্ম প্রচারককে গ্রেপ্তারের পর বিষয়টি সামনে এসেছে গোয়েন্দাদের কাছে। উল্লেখ্য, গত ৫ জুলাই বর্ধমান থেকে মুকেশ রজক এবং রাকেশ গুপ্তাকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। এরা দু’জনেই ধর্ম প্রচার করত।
এবিষয়ে এক গোয়েন্দা আধিকারিক বলেন, ধৃতরা যে ধর্মাবলম্বী বা বিশেষ করে ওই ধর্মের কোনও প্রচারককে আইএসআই কাজে লাগিয়েছে এরকম কোনও রেকর্ডের কথা আমাদের জানা নেই। এই ঘটনার পর যেটা সামনে এল। খুব সুকৌশলেই এটা করা হয়েছে।
ওই আধিকারিক জানান, ‘প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই তার ছক পাল্টে এখন নতুন ছকে কাজ করা শুরু করেছে। অতীতের সেরকম কিছু রেকর্ড না থাকায় এই ধর্মের লোকজন বা ধর্ম প্রচারকদের প্রতি চট করে কারুর এরকম ধারণা আসবে না যে তাঁরা পাকিস্তানের প্রতি সহানুভূতিশীল হবেন। এই বিষয়টি মাথায় রেখেই এই দু’জনের দিকে হাত বাড়িয়েছিল আইএসআই।’
ওই আধিকারিকের কথা অনুযায়ী, তিন থেকে চার মাস আগে ধৃতদের সঙ্গে সামাজিক মাধ্যমে আলাপ হয় এক আইএসআই এজেন্টের। যে নিজেকে তাদের ধর্মাবলম্বী হিসেবে পরিচয় দিয়ে এদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায়। এরপর এদের একজনের নামে একটি সিমকার্ড তুলতে বলে। সেই সিমকার্ড ব্যবহার করেই ওই দেশ থেকে কাজ হচ্ছিল।
ওই গোয়েন্দা আধিকারিক জানান, ধরা পড়ার আগে পর্যন্ত আইএসআইয়ের ওই এজেন্ট তাদের আলাদা করে কোনও কাজের দায়িত্ব দেয়নি। শুধু বলেছিল ধর্ম প্রচার চালিয়ে যেতে। যা দেখে সন্দেহ, ভবিষ্যতে এদের মধ্যে থেকেই কিছু লোককে আলাদা করে বেছে নিয়ে তাদের মাধ্যমে কাজ হাসিল করা হত।