• মৃত্যুর ২৫ বছর পর বিশেষ সম্মান, কার্গিল যুদ্ধে নিহত এই জেলার সহীদকে দেওয়া হল 'বীরও কে নাম' সম্মাননা...
    আজকাল | ১০ জুলাই ২০২৫
  •  

    আজকাল ওয়েবডেস্ক: কার্গিল বিজয় দিবসের প্রাক্কালে ভারতীয় সেনা বাহিনীর তরফে বিশেষ সম্মান জানানো হল সহীদ নায়েক সুবেদার মহম্মদ সানোয়ার হোসেনকে। মুর্শিদাবাদ জেলার বড়ঞা থানার শিমুলিয়া গ্রামের বাসিন্দা সানোয়ার হোসেন ১৯৯৯ সালে কার্গিলের যুদ্ধে পাকিস্তানি হানাদারদের ঠেকানোর সময় সহীদ হন। 

    দেশের জন্য  প্রাণ দেওয়ার প্রায় ২৫ বছর পর ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে শহীদ সানোয়ারের পরিবারের সদস্যদের হাতে  শংসাপত্র এবং 'বীরও কে নাম' সম্মাননা তুলে দেওয়া হল। ভারতীয় সেনাবাহিনীর  দ্রাস সেক্টরে কর্মরত জাওয়ানরা মুর্শিদাবাদের শিমুলিয়া গ্রামে এসে সহীদ সানোয়ার হোসেনের স্ত্রী মোসাম্মৎ নাসনারা বেগম এবং তাঁর পরিবারের অন্য সদস্যদের হাতে শংসাপত্র এবং সম্মাননা পদক তুলে দিলেন। কার্গিল যুদ্ধ শেষের প্রায় ২৫ বছর পর ভারতীয় সেনাবাহিনী যেভাবে মুর্শিদাবাদ জেলার প্রত্যন্ত গ্রামে এসে সহীদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা তুলে দিলেন তাতে সকলেই আপ্লুত।   

    প্রসঙ্গত, প্রত্যেক বছর ২৬ জুলাই কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়কে স্মরণ করার জন্য ভারতীয় সেনাবাহিনীর তরফে 'কার্গিল বিজয় দিবস' পালন করা হয়। ১৯৯৮-৯৯ সালে পাকিস্তানি সশস্ত্র বাহিনীর হানাদাররা গোপনে 'লাইন অফ কন্ট্রোল'  বা এলওসি পার করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে। ভারতীয় সেনাবাহিনীর আধিকারিক এবং সেনা জওয়ানরা নিজেদের প্রাণের বিনিময়ে পাকিস্তানি সেনাবাহিনী এবং হানাদারদের কার্গিলের যুদ্ধে শোচনীয়ভাবে পরাজিত করে। এই যুদ্ধে মুর্শিদাবাদ জেলা থেকে একমাত্র সহীদ হয়েছিলেন বড়ঞা বাসিন্দা এবং চাকরি সূত্রে সেই সময় কার্গিলের দ্রাস সেক্টরে কর্মরত নায়েক সুবেদার মহম্মদ সানোয়ার হোসেন।  দ্রাস সেক্টর থেকে মুর্শিদাবাদ জেলায় এসে সানোয়ারের পরিবারের হাতে সম্মাননা তুলে দিয়ে নায়েক সুবেদার রফিকুল ইসলাম বলেন, আসন্ন বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে সহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এর পাশাপাশি পরিবারের বিভিন্ন তথ্য নথিভুক্ত করা হচ্ছে।  তাঁদের কোনও নথি সংক্রান্ত সমস্যা থাকলে তাও আমরা লিপিবদ্ধ করে নিচ্ছি। উচ্চ আধিকারিকদের তা জানানো হবে।' প্রসঙ্গত সানোয়ারের স্মৃতিতে ইতিমধ্যেই তাঁর গ্রামে সহীদ স্মৃতিসৌধ তৈরি করা রয়েছে। বাড়ির প্রবেশদ্বারের উপরে লেখা রয়েছে সানোয়ারের নাম। তবে কার্গিল যুদ্ধের  প্রায় ২৫ বছর পর  ভারতীয় সেনাবাহিনী সানোয়ারকে নতুন করে সম্মান জানানোয় খুশি তাঁর পরিবারের সদস্যরা। সহীদ জওয়ানের ছেলে সাইদ হোসেন বলেন,' কার্গিল যুদ্ধ প্রায় ২৫ বছর আগে শেষ হয়েছে। এতদিন পরও ভারতীয় সেনাবাহিনী আমার বাবার অবদান যে ভুলে যায়নি তা দেখে খুব ভালো লাগল। সেনাবাহিনীর তরফ থেকে বাবাকে নতুন করে শংসাপত্র এবং মেডেল দেওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত।'
  • Link to this news (আজকাল)