ডাক্তারের বন্ধ চেম্বার থেকে রোগিনীর আর্ত চিৎকার, ঘটনা জেনে অবাক বাকি রোগীরা...
আজকাল | ১০ জুলাই ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: চেম্বারের মধ্যে মহিলা রোগীদের সঙ্গে অশ্লীল আচরণ এবং কু-ইঙ্গিত করার অভিযোগে পুলিশ এক ডাক্তারকে আটক করল। ঘটনাটি ঘটেছে বুধবার বহরমপুর থানার চুনাখালী এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ডাক্তারের নাম সুদীপ বিশ্বাস। তবে পুলিশি জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছেন তাঁর কোনও বৈধ ডাক্তারি ডিগ্রি নেই। তিনি 'কোয়াক ডাক্তার' হিসেবে গ্রামে সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দিতেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে ,অভিযুক্ত ডাক্তার বহরমপুর থানার হাতিনগর গ্রামের বাসিন্দা।
বুধবার এক মহিলাকে চিকিৎসা পরিষেবা দেওয়ার সময় তাঁকে কু-ইঙ্গিত এবং অশালীন আচরণ করার অভিযোগ ওঠে ওই ডাক্তারের বিরুদ্ধে। রোগী চেম্বারের ভিতরেই চিৎকার করে ডাক্তারের এই আচরণের বিরুদ্ধে প্রতিবাদ করে ওঠেন বলে জানা গিয়েছে। এরপর তিনি তাঁর পরিবারের লোকদের গোটা ঘটনাটি জানালে এলাকায় বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ। ডাক্তারকে ঘিরে বিক্ষোভের ঘটনার খবর পাওয়ার পর বহরমপুর থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পুলিশের সামনেই অভিযুক্ত ওই ডাক্তারকে ঘিরে স্থানীয় মানুষজন ধাক্কাধাক্কি এবং মারধর করার চেষ্টা করেন। তবে পরিস্থিতির আয়ত্তের বাইরে যাওয়ার আগেই বহরমপুর থানার পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে থানায় চলে যায়।
আরও পড়ুন: মৃত্যুর ২৫ বছর পর বিশেষ সম্মান, কার্গিল যুদ্ধে নিহত এই জেলার সহীদকে দেওয়া হল 'বীরও কে নাম' সম্মাননা যদিও রোগিনীদের সঙ্গে 'খারাপ আচরণের' অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ওই ব্যক্তি। তিনি বলেন,' আমি কোনও মহিলার সঙ্গে অশালীন আচরণ করিনি। আমাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।'