• জলপাইগুড়ি থেকে উদ্ধার বিশালাকার কিং কোবরা! আতঙ্ক এলাকায়
    বর্তমান | ১০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির রামশাই থেকে উদ্ধার হল ১৩ ফুট লম্বা এক বিশালাকার কিং কোবরা। ঘটনা ঘিরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।স্থানীয় সূত্রে খবর, প্রথমে সাপটিকে ঝোপের আড়ালে দেখতে পান এলাকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বন দপ্তরকে। কিং কোবরার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসেন বন কর্মীরা। ততক্ষণে সাপটি ঝোপ থেকে বেরিয়ে মংলু ওরাওঁ নামে এক বাসিন্দার বাড়িতে ঢুকে পড়ে। আশ্রয় নেয় কলপাড়ে। বাড়িতে কিং কোবরা ঢুকে পড়ায় ভয়ে তটস্থ হয়ে পড়েন মংলু। বন কর্মীরাও বিশাল সাইজের ওই কিং কোবরা ধরার সাহস পাচ্ছিলেন না। এরপর খবর দেওয়া হয় সাপ ধরার কাজে পারদর্শী পরিবেশপ্রেমী নন্দু রায়কে। তিনি এসে বন কর্মীদের সহযোগিতায় কিং কোবরাটিকে ধরেন। সাপটি সুস্থ থাকায় পরে সেটিকে গোরুমারার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)