অর্ণব দাস, বারাকপুর: বেসরকারি নার্সিংহোমে তাণ্ডব চালানোর অভিযোগে তৃতীয়বার নোটিস পাঠিয়ে তলব করা হল বিজেপি নেতা কৌস্তভ বাগচীকে। বুধবার বিজেপি নেতাকে দেওয়া নোটিশে আগামী শনিবার সকাল ১১টায় মোহনপুর থানায় হাজিরা হতে বলা হয়েছে।
এনিয়ে কৌস্তভ জানিয়েছেন, “মোহনপুর থানা আমার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করেছিল, তার প্রেক্ষিতে গত সোমবার বারাকপুর আদালতে আত্মসমর্পণ করে জামিন পাই। বিষয়টি আমি মোহনপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং তদন্তকারী অফিসারকে জানিয়েছিলাম। তারপরও এদিন আমার কাছে নোটিস এসেছে। এতেই বোঝা যায় রাজ্য পুলিশ কতটা প্রতিহিংসাপরায়ণ।” যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্তে সহযোগিতা করা, তলব করলে থানায় হাজির হওয়া, এই শর্তসাপেক্ষেই আদালত কৌস্তভকে জামিন দিয়েছে। তাই তদন্তের স্বার্থেই তাকে তলব করা হয়েছে।