কাকদ্বীপ কলেজের ক্যাম্পাসে তৃণমূল ছাত্র নেতার বিয়ে! ভাইরাল ভিডিও, ‘ও ছাত্রই নয়’, জানাল কর্তৃপক্ষ
প্রতিদিন | ১০ জুলাই ২০২৫
সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কাকদ্বীপ কলেজে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন নেতার সঙ্গে এক কলেজ ছাত্রীর বিয়ের অনুষ্ঠান! এমনই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। যা নিয়ে তোলপাড় শিক্ষা থেকে রাজনৈতিক মহল। তবে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাকে ছাত্র পরিষদের প্রাক্তন বলা হচ্ছে তিনি ওই কলেজের ছাত্রই নন। বিষয়টি ঠিক কী?
আসলে কাকদ্বীপ কলেজের ভাইরাল হওয়া এই ভিডিও ৫-৬ মাস আগের। ছেলেটির নাম অশোক গায়েন। তিনি কুলপির একটি দোকানে ম্যানেজারির কাজ করেন। আর কনে কাকদ্বীপ কলেজেরই দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। কলেজের অধ্যক্ষ ড: শুভঙ্কর চক্রবর্তী জানান, কলেজ চত্বরে কোনও বিয়ের আসর বসেনি। অনুষ্ঠানও হয়নি। ভাইরাল ভিডিওতে দেখা যাওয়া দ্বিতীয় সেমিস্টারের ওই ছাত্রীর সঙ্গে ছেলেটির অন্য কোথাও বিয়ের অনুষ্ঠান হয়।
তবে তিনি স্বীকার করেছেন, বিয়ের পরে বর-কনে কলেজ শেষে কলেজ গেট বন্ধ হয়ে যাওয়ার পর সাড়ে পাঁচটা নাগাদ কলেজের পিছনের পাঁচিল টপকে কলেজ চত্বরে ঢুকেছিল। তাঁদের সঙ্গে ছিল ৫-৭ জন বন্ধু। তিনি বিষয়টি জানার পর কলেজের নিরাপত্তারক্ষীকে দিয়ে সকলকেই কলেজ থেকে বের করে দেন। বিয়ের পর বন্ধুদের সঙ্গে কলেজের ভিতর ঢুকে বিয়ে উদযাপন করতে ঢুকেছিল তাঁরা। কলেজের ভিতর কোনও বিয়ের অনুষ্ঠান হয়নি বলে অধ্যক্ষ জোরের সঙ্গে জানান।
যদিও তিনি বলেন, “যা হয়েছে সেটাও অভিপ্রেত নয়। আমি এই ঘটনা সমর্থন করি না। কলেজে বহিরাগতদের প্রবেশে নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। কলেজের যে ছাত্রী অশোক গায়েন নামে ওই যুবককে বিয়ে করেছে তাঁকে আগেও কয়েকবার কলেজে দেখা গিয়েছে। কিন্তু ও কলেজের ছাত্রই নয়। বন্ধুদের সঙ্গে দেখা করতে কলেজে আসত। যে ছাত্রীর সঙ্গে অশোকের বিয়ে হয়েছে সেই ছাত্রীকেও কয়েকদিন হল কলেজে আসতে দেখা যাচ্ছে না।” তিনি আরও বলেন, “এখন থেকে কলেজের সকলকেই নির্দেশ দেওয়া হয়েছে ওই যুবক যেন আর কলেজে ঢুকতে না পারেন।” কাকদ্বীপের বিধায়ক ও কলেজ পরিচালন সমিতির সভাপতি মন্টুরাম পাখিরাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তাঁর কিছুই জানা নেই।