• সম্পত্তি নিয়ে ‘ভুয়ো’ অভিযোগ, বিজেপির বিরুদ্ধে কোটি টাকার মামলা ঠুকলেন TMCP নেতা
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সম্পত্তি নিয়ে ‘ভুয়ো’ অভিযোগ করেছিল বিজেপি। এবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে ১ কোটি টাকার মানহানির মামলা করলেন দক্ষিণ কলকাতা জেলা তৃণমূল ছাত্র পরিষদ ও যুব তৃণমূল কংগ্রেস সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়। আইনি পদক্ষেপের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন তিনি।

    সোশাল মিডিয়ায় লম্বা পোস্ট করেন সার্থক। লেখেন, ‘সোশাল মিডিয়ায় আমাকে নিয়ে এবং আমার পরিবারের সম্পত্তি সংক্রান্ত ভিত্তিহীন, মিথ্যে এবং কুৎসিত প্রচার চালিয়েছে রাজ্য বিজেপি। আমার সম্মানহানির পাশাপাশি সামাজিক মর্যাদাও ক্ষুণ্ণ গয়েছে।’ তিনি স্পষ্ট জানিয়েছেন, বিজেপিকে অবিলম্বে ওই সমস্ত কুরুচিকর এবং মিথ্যে পোস্ট সরাতে হবে। অন্যথায় ১০ দিনের মধ্যে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে তাদের। তবে এই ক্ষতিপূরণের টাকা সরাসরি টিএমসিপি নেতাকে নয়, কোন খাতে কত টাকা দিতে হবে তাও ফেসবুক পোস্টে জানিয়ে দিয়েছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)