• মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক টাটা চেয়ারম্যান চন্দ্রশেখরণের, কথা হল কী নিয়ে?
    হিন্দুস্তান টাইমস | ১০ জুলাই ২০২৫
  • রাজ্যে ফের টাটা গোষ্ঠী নতুন বিনিয়োগ করতে চলেছে? বুধবার টাটা সন্স এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই উস্কে গিয়েছে এমন এক জল্পনা। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স ও ফেসবুক হ্যান্ডল থেকে এই সংক্রান্ত একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেখানেই জানানো হয়েছে তাঁদের মিটিংয়ের কথা।

    এই দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে নটরাজন চন্দ্রশেখরণের বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থও। অফিসিয়াল সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে করা পোস্টগুলিতে লেখা হয়, ‘বাংলার শিল্পোন্নয়ন এবং শিল্পক্ষেত্রে উদীয়মান সম্ভাবনা নিয়ে টাটা সন্স এবং টাটা গোষ্ঠীর চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণের সঙ্গে বৈঠক করলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পক্ষেত্রে অগ্রগতির পথকে এগিয়ে নিয়ে যেতে রাজ্য সরকার যে সরকারি-বেসরকারি অংশীদারিত্ব গড়ে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ, তাই প্রতিফলিত হয়েছে এই বৈঠকে।’

    কী নিয়ে দুজনের মধ্যে এই দিন আলোচনা হল, তা এখনও পর্যন্ত কোনও পক্ষই জানাননি। প্রসঙ্গত, চলতি বছরেই ৫ ফেব্রুয়ারি রাজ্যে আয়োজিত হয়েছিল বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। সেই সম্মেলন চলাকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে টাটা গোষ্ঠীর কর্ণধারের ফোনে একবার কথা হয় সেই ফোনালাপের কথা মুখ্যমন্ত্রী খোদ জানিয়েছিলেন। কেন নটরাজন চন্দ্রশেখরণ আসতে পারেননি সেই কথাও বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

    এবারের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে যোগ দিয়েছিলেন রিলায়েন্স, জিন্দল-সহ বেশ কিছু প্রথম সারির শিল্পগোষ্ঠীর শিল্পপতিরা। তবে টাটা গোষ্ঠীর তরফে সেখানে উপস্থিত ছিলেন কোনও প্রথম সারির শিল্পপতি। সেই সূত্রেই মুখ্যমন্ত্রী সম্মেলনে জানিয়েছিলেন, তাঁর সঙ্গে ফোনে কথা হয়েছে নটরাজন চন্দ্রশেখরণের। বিশেষ কারণে তিনি আসতে পারেননি। তাই সিইও স্তরের কর্তাদের পাঠিয়েছিলেন সম্মেলনে। সম্মেলনের চার মাস বাদে এবার একান্তে সাক্ষাৎ করে গেলেন নটরাজন চন্দ্রশেখরণ।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)