• অভয়ার পরিবারের আরজি কর ক্রাইম সিন দেখার আর্জি খারিজ! কী বলল কোর্ট?
    হিন্দুস্তান টাইমস | ১০ জুলাই ২০২৫
  • আরজি করের ঘটনাস্থলে অভয়ার পরিবারের যাওয়ার আর্জি খারিজ করে দিল শিয়ালদা আদালত। পাশাপাশি বিচারক ভর্ৎসনা করলেন সিবিআইকে। বুধবার এই সংক্রান্ত সওয়াল জবাব হয় শিয়ালদা আদালতে। অভয়ার পরিবার একজন স্বাধীন ফরেন্সিক বিশেষজ্ঞকে নিয়ে ঘটনাস্থলে যেতে চায় বলে আর্জি করেছিল। কিন্তু এর প্রেক্ষিতে বিচারক প্রশ্ন করেন, তাহলে কি সিবিআই ঠিকমতো কাজ করেনি বলেই মনে করছেন তাঁরা? তাঁরা সমান্তরাল তদন্ত করতে চাইছেন কি না তাই নিয়েও প্রশ্ন ওঠে। সওয়াল জবাব প্রক্রিয়া শেষ হলে অভয়ার পরিবারের দাবি খারিজ করে দেয় শিয়ালদা আদালত।

    সিবিআইয়ের উদ্দেশ্যে শিয়ালদা আদালতের বিচারক বলেন, তাঁরা নো অবজেকশন দিয়েছে দেখে অবাক লাগছে। তাহলে কি প্রকারান্তরে বলা হচ্ছে, সিবিআইয়ের ফরেন্সিক বিশেষজ্ঞ কিছু করেনি? সিবিআই কেন অভয়ার পরিবারের এই দাবির বিরুদ্ধে নো অবজেকশন দিল না, সেই নিয়েও প্রশ্ন তোলেন বিচারক। প্রসঙ্গত, অভয়ার পরিবারের আবেদনের বিরুদ্ধে আপত্তি জানিয়েছিল রাজ্য সরকারের আইনজীবী শীর্ষেন্দু বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের আইনজীবী।

    অভয়ার পরিবারের আইনজীবী ফিরোজ এডুলজি সওয়াল করেন, কেন রাজ্য সরকার ঘটনাস্থলে যেতে দিতে চান না। আদতে কী লুকোতে চাওয়া হচ্ছে। কী ঘটেছিল, তা ভালো করে খতিয়ে দেখে টোপোগ্রাফি করে বোঝার চেষ্টা করা হবে। সেমিনার রুম বা ক্রাইম সিনের কাছাকাছি যাওয়া হবে না বলেও জানান ফিরোজ।

    রাজ্য সরকারের আইনজীবী শীর্ষেন্দু বলেন, ভারতীয় ন্যায় সংহিতা বা সিআরপিসি ধারা অনুযায়ী, একজন আইনজীবী অকুস্থলে যেতে পারেন না। এমন কোনও সংস্থানই আইনে নেই। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী জানান, তাদের এই বিষয়ে কোনও আপত্তি নেই। তবে সওয়াল জবাব শেষ হলে আদালত অভয়ার পরিবারের আবেদন খারিজ করে দেন।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)