• কোটি টাকার বিনিয়োগ প্রতারণায় বাঁশদ্রোণী, সল্টলেক থেকে ধৃত ৩
    বর্তমান | ১০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কোটি টাকার এক বিনিয়োগ প্রতারণা মামলায় কলকাতা পুলিসের সাইবার থানার গোয়েন্দারা বুধবার ভোরবেলা মোট তিনজনকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হলেন, রাজেশকুমার খান্ডেলওয়াল, অভিনব পি মাথারন এবং হেমন্ত সিকারিয়া। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন।

    লালবাজার সূত্রে জানা গিয়েছে, বুধবার খুব সকালে কলকাতার বাঁশদ্রোণী  এবং সল্টলেক সাউথ থানা এলাকায় জোড়া অভিযান চালিয়ে পলাতক এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসের এই  বিনিয়োগ প্রতারণা মামলার তদন্তে দীর্ঘদিন ধরেই খোঁজা হচ্ছিল এই তিনজনকে। উল্লেখ্য, ফেসবুক, হোয়াটসঅ্যাপের মতো সোশ্যাল মিডিয়াতে কোটি টাকা লাভের টোপ দিয়ে শেয়ারে বিনিয়োগের ফাঁদ পাতা হয়েছিল। সেখানেই সরল বিশ্বাসে বিনিয়োগ করে সর্বস্বান্ত হন বিনিয়োগকারীরা। প্রতারিত একজন ২০২৪ সালে লালবাজার সাইবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে মামলা দায়ের করে তদন্তে নামেন সাইবার থানার গোয়েন্দারা। 

    প্রাথমিক তদন্তের পরে পলাতক এই তিনজনের উপর নজরদারি চালাচ্ছিল লালবাজার। বুধবার ভোরে অভিযানে নামে লালবাজার সাইবার থানা। ধৃত তিনজনের  কাছ থেকে ৪টি মোবাইল,  রাউটার, একটি ল্যাপটপ, বিভিন্ন ব্যাঙ্কের ১৭টি চেকবুক, ডেবিট কার্ড উদ্ধার হয়েছে। এদিকে, ধৃত তিনজনকে বুধবার ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক ধৃতদের ১৭ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। 
  • Link to this news (বর্তমান)