নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার হেস্টিংস থানার সেনা এলাকায় ঘোরাঘুরি করতে গিয়ে সোমবার পুলিসের জালে ধরা পড়ে গেলেন এক বাংলাদেশি। তাঁর নাম আজিম শেখ। পাঁচ বছর ধরে বৈধ কাগজপত্র ছাড়াই কলকাতার বিভিন্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছিলেন তিনি। তাঁর বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। মঙ্গলবার অভিযুক্ত ওই বাংলাদেশিকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ২৩ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। এদিন আদালতে সরকারি কৌঁসুলি বলেন, বৈধ কাগজপত্র ছাড়া অভিযুক্ত কীভাবে এতদিন শহরে বসবাস করছিলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। কেন তিনি নানা সময়ে বাসস্থান বদল করছিলেন, সেই বিষয়েও তাঁকে জেরা করা হবে। পুলিস তাঁর মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে। অভিযুক্ত কেন সেনা এলাকায় গিয়েছিল, তা নিয়েও তদন্ত করছে।