নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বউবাজারে হাতাহাতির জেরে মাঝবয়সি এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিস মোট পাঁচজনকে গ্রেপ্তার করলেও প্রধান অভিযুক্ত মুস্তাকিন অধরাই। এই ঘটনায় ধৃতদের নাম: মহম্মদ সালিম, মহম্মদ ফজলু, মহম্মদ হাবিব, মহম্মদ আয়ুব এবং মহম্মদ শাহিদ হুসেন। কলকাতা পুলিসের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এই খবর জানিয়েছেন। তবে এই ঘটনায় পলাতক মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে বউবাজার থানার গোপাল চন্দ্র লেনে এক আবাসনে দু’দলের মধ্যে বচসাকে কেন্দ্র করে হাতাহাতি শুরু হয়। এই হাতাহাতির সময় আচমকাই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ইজাহার আহমেদ। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে চারটে নাগাদ মৃত্যু হয় তাঁর।
এই ঘটনায় মঙ্গলবার রাতে মৃতের আত্মীয় মহম্মদ ঈসার আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে বউবাজার থানার পুলিস ছ’জনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের পাশাপাশি অপরাধমূলক ষড়যন্ত্রের মতো একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে। তদন্তে নেমে পুলিস ঘটনাস্থল থেকে লাঠি, ইটের মতো কিছু সামগ্রীও বাজেয়াপ্ত করেছে।
প্রাথমিক তদন্তে বউবাজার থানা জানতে পেরেছে, ফোনে গালিগালাজকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। পাশাপাশি মৃত ইজাহার আহমেদের হৃদরোগ সংক্রান্ত একাধিক সমস্যা ছিল। এদিন মৃতদেহের ময়নাতদন্ত হয়েছে। তার রিপোর্ট পেলেই ওই ব্যক্তির মৃত্যুর কারণ পরিষ্কার হবে। এদিকে, ধৃত পাঁচজনকে বুধবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হলে, আদালত তাদের ১৬ জুলাই পর্যন্ত পুলিস হেফাজতে পাঠিয়েছে বলে জানিয়েছেন সরকারি আইনজীবী ত্রিবেণী রেড্ডি।