• হ্যাচারির জলে ডুবছে গ্রাম, ক্ষোভ
    বর্তমান | ১০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: হ্যাচারির জল ছাড়ায় জগদ্দল বিধানসভা কেন্দ্রের মামুদপুর গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর সংসদের পূর্ব মাঠপাড়া সুভাষপল্লি গ্রাম জলমগ্ন। ফলে খুদে পড়ুয়াদের গৃহবন্দি থাকতে হচ্ছে। হাঁটুসমান জল ভেঙে যাতায়াত করতেও অসুবিধা হচ্ছে। স্থানীয় বাসিন্দা তথা তৃণমূলের বুথ সভানেত্রী জয়ন্তীরানি হালদারও এবার এলাকার জলমগ্ন দশা নিয়ে সরব হয়েছেন। তাঁর অভিযোগ, হ্যাচারির জল এসে তাঁদের গ্রাম জলমগ্ন হয়ে পড়ছে। পঞ্চায়েতকে জানিয়েও সুরাহা মেলেনি। 
  • Link to this news (বর্তমান)