নিজস্ব প্রতিনিধি, বারাসত: বারাসত পুলিস জেলায় বছরখানেক ধরে একাধিক মোবাইল ফোন চুরি এবং হারিয়ে যাওয়ার ঘটনা ঘটে। প্রতিটি ক্ষেত্রেই সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানান মালিকরা। বুধবার খোয়া যাওয়া ৫৫টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল পুলিস। পুলিস জানিয়েছে, উদ্ধার করা হয়েছে মোট ১০৪টি মোবাইল। তার মধ্যে ৫৫টি মোবাইল ফোন এদিন তুলে দিলেন বারাসতের এসডিপিও বিদ্যাগর আজিঙ্কা অনন্ত। এসডিপিও বলেন, বারাসত, মধ্যমগ্রাম, হাবড়া সহ বারাসত পুলিস জেলার প্রায় সব থানা থেকেই মোবাইল চুরি এবং হারিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে নেমে স্পেশাল অপারেশন গ্রুপের পুলিস মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এগুলি উদ্ধার করে। বাকি উদ্ধার হওয়া ফোন সংশ্লিষ্ট থানা থেকে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হবে। সাধারণ মানুষকে অবগত করে তিনি আরও বলেন, মোবাইল চুরি হলে থানায় অভিযোগের পর অবশ্যই ‘সেন্ট্রাল ইকুইপমেন্ট আইডেন্টিটি’ পোর্টালে আধার কার্ড দিয়ে রেজিস্টার করতে হবে। ফলে, ফোনটি ব্লক হয়ে যাবে। কেউ সেই মোবাইলে নতুন সিম কার্ড ভরে ব্যবহার করার চেষ্টা করলে ধরা পরে যাবে। এটা অত্যন্ত জরুরি। বারাসতের গৃহবধূ সোমা দেবকী, অশোকনগরের সায়নী ভট্টাচার্য বলেন, মোবাইল ফিরে পাওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। কিন্তু পুলিস আমাদের সেই ভুল ভাঙল। নিজস্ব চিত্র