নিজস্ব প্রতিনিধি, বারাসত: জলের অপর নাম জীবন। কিন্তু কিছু ক্ষেত্রে তার নাম দুর্ভোগও। বেশ কিছুদিন ধরে এই কথাটাই বলছেন মাটিয়ার বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা। কারণ স্কুলের সামনে জমে জল। ফলে, স্কুলে আসতে নাকাল হতে হচ্ছে পড়ুয়াদের। এনিয়ে ক্ষুব্ধ অভিভাবকরা।
দীর্ঘদিনের পুরনো স্কুল বলে পরিচিত মাটিয়ার বিষ্ণুপুর প্রাথমিক বিদ্যালয়। টাকি রোডের একেবারে পাশেই এই বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ১৫০। শিক্ষক-শিক্ষিকা রয়েছেন চারজন। কিন্তু এই বৃষ্টির কারণে স্কুলের সামনে জমে রয়েছে জল। অভিযোগ, বৃষ্টি হলেই স্কুল চত্বরে জমে যায় হাঁটুসমান জল। বিভিন্ন নর্দমা থেকে আসা জল স্কুলের সামনে জমা হয়। আর তা থেকে বের হয় দুর্গন্ধ। শুধু বিদ্যালয় বলে নয়, আশেপাশের এলাকাতেও জমে থাকছে জল। জল সঠিকভাবে নিকাশি না হওয়ার কারণেই এই সমস্যা। আমরা বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েছি।
এবিষয়ে অভিভাবক মিজানুর রহমান, মকবুল দপ্তরি বলেন, জল সঠিকভাবে না বেরনোর কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। পড়ুয়ারা স্কুলে আসতে ভয় পাচ্ছে। কারণ জমা জল থেকে শিশুদের অসুস্থ হওয়ার সম্ভাবনাও থাকে। আমরা চাই, প্রশাসন উপযুক্ত পদক্ষেপ নিক। এ নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল ইসলাম বলেন, এই সমস্যা শুধু আমাদের নয়। আশেপাশের এলাকাতেও রয়েছে। গত বছর জল জমে থাকলেও তা সঠিকভাবে নিকাশি হয়ে যেত। কিন্তু এবছর তা হচ্ছে না। বিদ্যালয় চালু রয়েছে। তবে, তুলনামূলক কম পড়ুয়া আসছে।
এনিয়ে বিদ্যালয়ের পড়ুয়া রায়হান দপ্তরি, মারিয়া খাতুনরা বলে, জল পেরিয়ে আমাদের স্কুলে যেতে হয়। ব্যাগ কাঁধে নয়, হাতে করে মাথার উপরে তুলে নিয়ে যেতে হচ্ছে। তাছাড়া এই নোংরা জল পেরিয়ে যেতেও আমাদের খুব ভয় লাগে। নিজস্ব চিত্র