নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ছিনতাই হওয়ার চার দিনের মধ্যে খোয়া যাওয়া সোনার হার উদ্ধার করল পুলিস। একই সঙ্গে ছিনতাইয়ের অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করেছে জেটিয়া থানার পুলিস। ধৃতদের নাম পিন্টু ভৌমিক ও শুভঙ্কর দত্ত ওরফে শুভ। ধৃতদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহার করা বাইকও উদ্ধার হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ৩ জুলাই সকালে জেটিয়ার দক্ষিণপাড়ায় প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন এক বৃদ্ধা। তখনই একটি বাইকে দু’জন এসে বৃদ্ধার গলার সোনার হার ছিনতাই করে চম্পট দেয়। বৃদ্ধার ছেলে থানায় অভিযোগ দায়ের করলে, তদন্তে নেমে এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এক অভিযুক্তকে চিহ্নিত করে পুলিস। সোর্স কাজে লাগিয়ে শুক্রবার সোদপুর থেকে পিন্টুকে গ্রেপ্তার করা হয়। টাওয়ার লোকেশন ট্র্যাক করে মঙ্গলবার রাতে শুভকে গ্রেপ্তার করে পুলিস।