• নীতি আয়োগের রিপোর্টে ভুল ম্যাপ, বাংলার মর্যাদার অপমান: মমতা
    দৈনিক স্টেটসম্যান | ১০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি— নীতি আয়োগের রিপোর্টে পশ্চিমবঙ্গের মানচিত্র ভুল দেখানো হয়েছে বলে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টি নিয়ে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরিকে চিঠি দিয়েছেন তিনি। একটি সরকারি রিপোর্টে কীভাবে এই ধরনের গুরুতর ভুল হলো সেই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা। নীতি আয়োগের রিপোর্টে বিহারের জায়গায় ‘বাংলা’ লেখা হয়েছে। ওয়েবসাইটে পশ্চিমবঙ্গ বিষয়ক নীতি আয়োগের একটি সংক্ষিপ্ত রিপোর্ট প্রকাশ করা হয়। সেখানে ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গকে ভুলভাবে চিহ্নিত করা হয়েছে। সরকারি রিপোর্টে এই ধরনের ভুলভ্রান্তি নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী।

    নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানকে পাঠানো একটি চিঠিতে মমতা লিখেছেন, ‘একটি জাতীয় প্রতিষ্ঠানের রিপোর্টে এই ধরনের গুরুতর ত্রুটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত ত্রুটি নয়, এটি পশ্চিমবঙ্গের পরিচয় ও মর্যাদার অপমান। নীতি আয়োগের একটি সরকারি প্রকাশনায় এই ধরনের একটি ভুল, রাজ্যগুলির প্রতি পরিশ্রম এবং শ্রদ্ধার অভাবকে প্রতিফলিত করে।’

    চিঠিতে লেখা হয়েছে, দেশের মানুষ এই ধরনের প্রতিষ্ঠানের নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা করে। কিন্তু সেখানে এই ধরনের ভুল উদ্বেগের বিষয়, কারণ এর সঠিক তথ্য ও সিদ্ধান্তের উপর দেশের নীতিনির্ধারক এবং নাগরিকরা নির্ভর করেন। নীতি আয়োগের এই ধরনের ভুল প্রতিবেদন এবং প্রকাশনার গুণমান, সত্যতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেয় এবং সন্দেহের সৃষ্টি করে। চিঠিতে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই ভুলটিকে খুব গুরুতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। শুধু তাই নয়, নীতি আয়োগকে এই ভুলের জন্য ব্যাখ্যা ও ক্ষমাপ্রার্থনা করার কথাও বলা বলেছে।

    পাশাপাশি নথির সংশোধনের জন্য অবিলম্বে পদক্ষেপ করার এবং এই ধরনের ত্রুটি যাতে না হয় তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। মমতার পাশাপাশি বিহারকে পশ্চিমবঙ্গ হিসেবে মানচিত্রে চিহ্নিত করার তীব্র সমালোচনা করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে সরাসরি মোদী সরকারকে দায়ী করে বলেন, ‘এই সরকার পশ্চিমবঙ্গকে মানচিত্রে জায়গা দিতেও পারে না!’ বুধবার তৃণমূল সাংসদ সাকেত গোখলে তাঁর এক্স হ্যান্ডলে একটি স্ক্রিনশট শেয়ার করেন। সেটি নীতি আয়োগ প্রকাশিত রিপোর্টের প্রথম পৃষ্ঠা, যেখানে বিহারের জায়গায় লেখা হয়েছে ‘বাংলা’।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)