বৃহস্পতিবার সকালে কেঁপে উঠল দিল্লি-এনসিআর। এ দিন সকালে সেখানে ভূমিকম্প অনুভূত হয় বলে জানা গিয়েছে।
ফের মেট্রো বিভ্রাট। নোয়াপাড়া কার্শেডে থার্ড লাইনে সমস্যা থাকায় মেট্রো রেক দেওয়ার ক্ষেত্রে অসুবিধা হচ্ছিল। সমস্যা তৈরি হয় সকাল ৮টা নাগাদ। এই সময়ে একটি ছাড়া একটি ট্রেন দমদম থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিল। সকাল ৮টা ৪০ মিনিটে সমস্যার সমাধান হয়েছে বলে মেট্রো রেল সূত্রে যাচ্ছিল।
আজ থেকে তারকেশ্বরে শুরু হচ্ছে শ্রাবণী মেলা। মেলায় আগত সকল পুণ্যার্থীদের উদ্দেশে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ গুরুপূর্ণিমা। গুরুকে শ্রদ্ধা নিবেদনের দিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বৃহস্পতিবার দেশবাসীকে গুরুপূর্ণিমার শুভেচ্ছা জানালেন।
বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করতে পারেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লা। তাঁরা সাংবাদিক বৈঠকও করতে পারেন এ দিন। তাঁদের তরফে কী বার্তা আসে, এখন সেই দিকেই সব নজর।
গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বৃহস্পতিবার থেকে নিম্নচাপের প্রভাব থেকে মুক্ত হতে চলেছে। এ দিন সকালে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার আকাশ অপেক্ষাকৃত পরিষ্কার থাকবে। এ দিন দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই।