• ঘরোয়া লিগে হারল মহমেডান
    বর্তমান | ১০ জুলাই ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যত কাণ্ড বারাকপুরে। বুধবার লিগের ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের কাছে হারল মহমেডান স্পোর্টিং। খেলার ফল ৩-০। বিজয়ী দলের হয়ে জোড়া লক্ষ্যভেদ সাহিল হরিজনের। অপর গোলদাতা দীপেশ মুর্মু। দু’টি আলাদা ঘটনায় লাল কার্ড দেখলেন ইউনাইটেডের আদিত্য থাপা ও মহমেডানের দীনেশ মিতেই। প্রথমার্ধে কোনও দলই গোল করতে পারেনি। তবে লিড নেওয়ার সুযোগ ছিল মেহরাজউদ্দিন-ব্রিগেডের সামনে। ২৯ মিনিটে পেনাল্টি পায় তারা। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ব্যর্থ লালথানকিমা। ৬৪ মিনিটে দীপেশ এগিয়ে দেন ইউনাইটেডকে। এরপর ৭৫ ও ৭৭ মিনিটে জোড়া গোল সাহিলের। ম্যাচ শেষে ক্লাবের প্রাক্তন ফুটবলার তারক হেমব্রমের সুস্থতা কামনা করে ইউনাইটেড স্পোর্টস। দিনের অপর ম্যাচে শ্রীভূমি এফসি ৫-১ গোলে হারাল উয়াড়িকে। পাশাপাশি রেনবো বনাম পিয়ারলেস ম্যাচের ফল গোলশূন্য।
  • Link to this news (বর্তমান)