• পরিযায়ী শ্রমিকদের বিজেপি শাসিত ওডিশায় আটকে রাখার অভিযোগ, রাজ্যকে পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের
    এই সময় | ১০ জুলাই ২০২৫
  • বিজেপি শাসিত রাজ্য ওডিশায় বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ও আটকে রাখার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানি হয় বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে। রাজ্যকে দ্রুত পদক্ষেপ করার নির্দেশ দেন বিচারপতি চক্রবর্তী।

    কলকাতা হাইকোর্টের নির্দেশ, রাজ্য সরকারকে অবিলম্বে সচিব পদ মর্যাদার এক অফিসারকে নিয়োগ করতে হবে, যিনি ওডিশা সরকারের সঙ্গে যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নিতে পারবেন। আগামী সোমবার ফের এই মামলার সম্ভাব্য শুনানি। সেই সময়ে আদালতে রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গ থেকে ওডিশার একটি শিল্পাঞ্চলে কাজ করতে গিয়েছিলেন বাংলার দুই শ্রমিক। অভিযোগ, তাঁদের বাংলাদেশি সন্দেহে আটক করে স্থানীয় পুলিশ। তাঁদের উপরে হেনস্থার অভিযোগ উঠেছে।

    ওই ঘটনায় সরব হন রাজ্যসভার সাংসদ এবং পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম। তিনি বলেছিলেন, ‘ঘটনাটি শুধু যে লজ্জার তা নয়, তা আইনের পরিপন্থীও। বাংলা ভাষাতে কথা বলায় বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে। এটা মেনে নেওয়া যায় না।’

  • Link to this news (এই সময়)