এক রাতেই পরপর দু’বার ছিনতাইয়ের কবলে ব্যবসায়ী, জোর চাঞ্চল্য
বর্তমান | ১০ জুলাই ২০২৫
ময়নাগুড়ি, সংবাদদাতা: ময়নাগুড়িতে একই রাতে পরপর দু’বার ছিনতাইয়ের কবলে পড়লেন ব্যবসায়ী। অভিযোগ প্রথমবার, ব্যবসায়ীকে মারধর করে নগদ ৭০ হাজার টাকা ছিনতাই করে নেয় দুষ্কৃতীরা। পরে আবার ছিনতাই হয় মোবাইলও। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার দুপুরে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই ব্যবসায়ী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ময়নাগুড়িতে। তদন্তে নেমেছে ময়নাগুড়ি থানার পুলিস।অভিযোগ, ব্যবসায়ী অভিজিৎ ঘোষ বুধবার পৌনে ১২টা নাগাদ দোকান বন্ধ করে ইন্দিরা মোড় সংলগ্ন এলাকায় বাড়িতে যাচ্ছিলেন। সেই সময় একটি চারচাকা গাড়ি, তাঁর বাইকের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। কোনও কিছু বোঝার আগে দুষ্কৃতীরা গাড়ি থেকে নেমে মারধর করে তাঁর থেকে টাকা ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। ওই যুবক ময়নাগুড়ি থানায় এসে বিষয়টি জানায়। পরবর্তীতে ময়নাগুড়ি থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। থানার গাড়িটি ঘটনাস্থল থেকে রাতে তদন্ত করে চলে আসে। গাড়ির পেছনে বাইকে আসছিলেন অভিজিৎ ঘোষ ও তার এক বন্ধু। অভিযোগ, সেই সময় একটি বাইকে মুখ ঢাকা অবস্থায় দুষ্কৃতিকারীরা এসে আবার তাঁর মোবাইল ফোনটিও ছিনতাই করে নেয়। পরপর দু’বার ছিনতাইয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিসও। জোরকদমে শুরু করা হয়েছে তদন্ত।