চা বাগান থেকে উদ্ধার চিতাবাঘের মৃতদেহ, এলাকায় চাঞ্চল্য
বর্তমান | ১০ জুলাই ২০২৫
সংবাদাতা, আলিপুরদুয়ার: বৃহস্পতিবার সকালে বীরপাড়া থানা এলাকার দলমোড় চা বাগানে উদ্ধার হল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের মৃতদেহ। ঘটনায় চা বাগান ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, চা বাগানের ১৪ নম্বর সেকশনের নালা থেকে পুরুষ চিতাবাঘটির মৃতদেহ উদ্ধার হয়। সকালে শ্রমিকরা বাগানের কাজে যোগ দেওয়ার সময় চিতাবাঘটির মৃতদেহ পড়ে থাকতে দেখে বনদপ্তরে খবর দেয়। পরে জলপাইগুড়ি বনদপ্তরের দলগাঁও রেঞ্জের বনকর্মীরা এসে মৃত চিতাবাঘটির দেহ তুলে নিয়ে যায়। ময়নাতদন্তের আগে চিতাবাঘটির মৃত্যুর কারণ কি তা বলতে চাইছে না বনদপ্তর। তবে অনুমান করা হচ্ছে, বয়সজনিত কারণেও চিতাবাঘটির মৃত্যু হতে পারে। কারণ প্রাথমিক ভাবে চিতাবাঘটির গায়ে কোনও আঘাত চোখে পড়েনি।