• আজ কি বৃষ্টি কমবে শহরে? জানুন আপডেট...
    বর্তমান | ১০ জুলাই ২০২৫
  • কলকাতা: নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে কলকাতায় বৃষ্টি হচ্ছে। প্যাচপেচে কাদায় ভোগান্তি সাধারণ মানুষের। কোথাও আবার জল জমে আছে। আজ, বৃহস্পতিবারও বৃষ্টি থেকে রেহাইয়ের সম্ভাবনা নেই শহরবাসীর। এদিনও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সেই সঙ্গে বয়ে যেতে পারে মৃদু ঝোড়ো হাওয়া। আকাশ প্রধানত মেঘে ঢাকা থাকবে বলে মনে করা হচ্ছে।

    এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.১ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সকাল সাড়ে ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১২ মিলিমিটার। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ বৃষ্টির মাত্রা কমলেও হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি চলবে। কয়েকদিন পর রবি-সোমবার নাগাদ ফের ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে।
  • Link to this news (বর্তমান)