পুলিশকর্মী ও সহকারী পুলিশকর্মীদের কৃতী সন্তানদের পড়াশোনায় উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে হতে চলেছে উৎসাহদান সভা। এই সভায় পশ্চিমবঙ্গ পুলিশ পরিবারের ৪৪০ জন কৃতী ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করা হবে। ২০২৩ সাল থেকে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শুরু হয়েছিল এই সভা। তৃতীয় বর্ষে পা দেওয়া এই সভায় কৃতী ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে শংসাপত্র, স্বামী বিবেকানন্দের একটি বই এবং মেডেল। যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন বোর্ড থেকে সমস্ত জেলার মধ্যে সবচেয়ে ভালো ফল করেছে এমন ৮ জন কৃতী ছাত্র-ছাত্রীর হাতে তুলে দেওয়া হবে ল্যাপটপ।
এই উৎসাহদান’ সভার উদ্দেশ্য সম্পর্কে কমিটির কনভেনর বিজিতাশ্ব রাউত জানিয়েছেন, মা অথবা বাবা যাঁরা পুলিশে চাকরি করেন, তাঁরা নিজেদের সন্তানদের ঠিকমতো সময় দিতে পারেন না। তারপরেও দেখা যায় পুলিশকর্মী বা সহকারী পুলিশকর্মীদের সন্তানেরা বোর্ডের পরীক্ষায় ভালো ফল করেছে। সেই সমস্ত কৃতী ছাত্র-ছাত্রীদের উৎসাহ দান করতেই পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির উদ্যোগে শুরু হয়েছে ‘উৎসাহদান’ সভা।’ মাধ্যমিক উচ্চমাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি এবং মাদ্রাসা বোর্ড থেকে যারা সবচেয়ে ভালো ফল করেছে এমন বাছাই করা ছাত্র-ছাত্রীদের এই সভার মাধ্যমে উৎসাহিত করা হবে। পশ্চিমবঙ্গের দুটি জায়গায় এই উৎসাহদান সভা হবে। প্রথম সভাটি হবে ১১ জুলাই রবীন্দ্র সদনে। দ্বিতীয় সভাটি হবে ২২ জুলাই শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে।
রবীন্দ্র সদনে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি হিসেবে থাকবেন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী। সভার সূচনা করবেন অনুজ শর্মা (ডিজি আর্মড পুলিশ)। উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কো-অর্ডিনেটর শান্তনু সিনহা বিশ্বাস, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত, প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য ও বিদেশ বোস।