• রক্ষীসহ শুভেন্দুর বিধানসভায় ঢোকা নিয়ে সিদ্ধান্ত ২১ জুলাই
    দৈনিক স্টেটসম্যান | ১০ জুলাই ২০২৫
  • বিধানসভার অন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের প্রবেশাধিকার থাকবে কি না, সেই বিষয়ে আগামী ২১ জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্ট তবে মঙ্গলবার শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত স্পষ্ট জানান, বিধানসভার ভিতরে অস্ত্র নিয়ে কারও প্রবেশের অনুমতি নেই— তা তিনি কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী হন বা রাজ্যেরই হোন। এবিষয়ে শুভেন্দুর আইনজীবী বিল্বদল ভট্টাচার্য এদিন এই মামলার প্রত্যহ শুনানি চাইলেও, বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট জানিয়ে দেন, ‘বিষয়টি অতটা গুরুত্বপূর্ণ নয় যে, প্রতিদিন শুনানি দরকার।’

    বিরোধী দলনেতা অভিযোগ জানান, বিধানসভার ভিতরে তাঁকে বহুবার হেনস্থার শিকার হতে হয়েছে। সেই কারণেই নিজের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তারক্ষীদের রাখার অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। সেখানে এজি বলেন, ‘সংবিধান ও বিধানসভার নিজস্ব বিধি মেনেই এই নিয়ম কার্যকর। সংসদেও ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের অস্ত্র-সহ প্রবেশ নিষিদ্ধ। বিধানসভাতেও বিধায়ক, মন্ত্রী বা বিরোধী দলনেতা—কোনও পক্ষেরই নিরাপত্তারক্ষীদের অনুমতি নেই ভিতরে ঢোকার। মার্শালের নেতৃত্বে বিধানসভার অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষিত হয়। এখন নজর ২১ জুলাইয়ের দিকে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)