দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ কলেজে চাকরি-কেলেঙ্কারির রেশ কাটতে না কাটতেই নয়া বিতর্কে জড়িয়েছে কলেজের ছাত্র ইউনিয়ন। কলেজ ক্যাম্পাসেই এবার বসেছে বিয়ের আসর। আর তাতেই নতুন করে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। অভিযোগ, কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের অশোক গায়েন নামে এক নেতার বিয়ে হয়েছে কিছুদিন আগেই। কলেজের প্রাক্তন ছাত্র নেতা অশোক বর্তমানে বিধায়ক মন্টুরাম পাখিরার খুবই ঘনিষ্ঠ বলে পরিচিত। শুধু তাই নয়, মন্টুরাম পাখিরা ওই কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান পদে রয়েছেন। অনেকেই অভিযোগ করেছেন, তাঁর মদতেই কলেজ চত্বরে বসানো হয়েছিল এই বিয়ের আসর।
ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল সিঁদুরদান ভিডিওর অংশ বিশেষ। যা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে। প্রশ্ন উঠছে, কোনও শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের ব্যক্তিগত অনুষ্ঠান আয়োজন করাটা কি সম্ভব? বিশেষত এমন সময়, যখন রাজ্যের একাধিক কলেজে বহিরাগতদের প্রবেশ নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। বিরোধী ছাত্রনেতাদের দাবি, কসবা কলেজে ছাত্রীকে গণধর্ষণের ঘটনার পর থেকেই রাজ্যের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন রুম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এমন সময় কলেজের ভিতরে এই ধরণের ব্যক্তিগত উৎসব কিভাবে এরা করতে পারে কারণ এরা শাসক ঘনিষ্ঠ। স্থানীয়দের প্রশ্ন, কলেজ কি তবে রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত মঞ্চে পরিণত হচ্ছে? শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে এমন ‘ক্ষমতার প্রদর্শন’ আদৌ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েই এখন জোর আলোচনা। যদিও এ ব্যাপারে টিএমসিপি নেতা অশোক গায়েন বা স্থানীয় বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান মন্টুরাম পাখিরার কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।