• মোবাইল চোর সন্দেহে যুবক খুনে গ্রেপ্তার সিভিক-সহ ৬
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৫
  • সুমিত বিশ্বাস, পুরুলিয়া: মোবাইল চোর সন্দেহে যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার-সহ ৬। আজ, বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হচ্ছে।

    জানা গিয়েছে, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নাম মলয়কুমার পুইতণ্ডী। পুরুলিয়ার টামনা থানায় কর্মরত। তাঁর বিরুদ্ধে ঘর থেকে টেনে বার করে থানায় নিয়ে যাচ্ছি বলে রাস্তায় ফেলে তাপস মহাপাত্রকে মারধর করার অভিযোগ ওঠে। এরপরই প্রহৃত যুবক বিষ খেয়ে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় পুরুলিয়া শহরের উপকণ্ঠে টামনা থানার চাকোলতোড় গ্রামের এই ঘটনায় বুধবারই সিভিক ভলান্টিয়ার-সহ মোট ৬ জনের নামে অভিযোগ দায়ের হয়। রাতেই ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে টামনা থানা ও পুরুলিয়া জেলা পুলিশ। পরে তাদের গ্রেপ্তার করা হয়।

     ঘটনার সূত্রপাত গত সোমবার। ওই দিন বিকাল ৫টা নাগাদ পুরুলিয়ার বলরামপুর থানার উরমা এলাকার তিনজন। সেই সঙ্গে টামনা থানার ওই সিভিক ভলান্টিয়ার সহ চাকলতোড় গ্রামের বাপন মহাপাত্র ও আকাশ কৈবর্ত নিহত তাপসকে ঘর থেকে মারধর করতে করতে টেনে বার করে। তারপর মোটরবাইকে চাপিয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। মৃত তাপসের মা ভাদু মহাপাত্র টামনা থানার পুলিশকে অভিযোগে জানিয়েছেন, “৭ জুলাই বিকাল ৫টা নাগাদ সোমবার আমার ছেলে তাপস বাড়িতে ছিল। সেই সময় চাকলতোড় গ্রামের তিনজন, সঙ্গে আরও তিনজন যাদেরকে আমরা চিনি না। তারা বাড়িতে ঢুকে আমার ছেলেকে মারতে শুরু করে দেয়। বাড়ি থেকে বের করে একটি মোটরবাইকে অজানা দু’জন আমার ছেলেকে নিয়ে চলে যায়। রীতিমতো রক্তাক্ত অবস্থায় বাইকে কোথায় নিয়ে চলে যায় আমরা কিছুই বুঝতে পারি না। মঙ্গলবার আমরা জানতে পারি আমার ছেলে হাসপাতালে ভর্তি আছে। ওই দিন রাতে আমরা হাসপাতালে যখন তাকে দেখতে যায়। তখন ছেলে আর বেঁচে নেই।” এই ঘটনায় গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার-সহ ৬।
  • Link to this news (প্রতিদিন)