• ‘এতদিন কোথায় ছিলেন?’, বিজেপি বিধায়ককে ‘গো ব্যাক’ স্লোগান, শীতলকুচিতে তুমুল উত্তেজনা
    প্রতিদিন | ১০ জুলাই ২০২৫
  • বিক্রম রায়, কোচবিহার: চার বছরে একবারও এলাকায় দেখা পাওয়া যায়নি বিধায়কের। করেননি উন্নয়নের কাজ। এমনকী ছাত্রছাত্রীদের স্কলারশিপের ফর্ম সইও করেননি তিনি। সেই অভিযোগে বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মণকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান। কোচবিহারের শীতলকুচির গোঁসাইহাটে তুমুল উত্তেজনা। বিজেপি বিধায়কের দাবি, এই কাজ করেছে তৃণমূল। যদিও সে অভিযোগ অস্বীকার করেছে গেরুয়া শিবির।

    গুরু পূর্ণিমা উপলক্ষে গোঁসাইহাট বাজারের কালীমন্দিরে পুজো দিতে যান শীতলকুচির বিজেপি বিধায়ক বরেনচন্দ্র বর্মন। অভিযোগ, সেই সময় তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়। ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। তাঁর নিরাপত্তারক্ষী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। বিধায়ক বরেনচন্দ্র বর্মণ বলেন, “গুরু পূর্ণিমা উপলক্ষে গোঁসাইহাট বাজারের কালীমন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে তৃণমূলের লোকজন হইচই করতে শুরু করে। গালিগালাজ করা হয়। পুজো গিতে বসার সময়েও আমাকে গালিগালাজ করা হয়। মহিলারাও ছিলেন। এসব তৃণমূলের সংস্কৃতি?”

    এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয় বলেই দাবি জেলা তৃণমূল মুখপাত্র পার্থপ্রতীম রায়। তিনি বলেন, “গত ৪ বছরে কোনও কাজ করেননি। বিধায়কের দেখা পাননি স্থানীয়রা। এলাকায় উন্নয়নমূলক কাজ, স্কলারশিপের ফর্ম সইয়ের জন্য পাওয়া যায় না। তাই মানুষ বীতশ্রদ্ধ। মানুষ প্রশ্ন করেছেন, এতদিন কোথায় ছিলেন? এই ঘটনার সঙ্গে তৃণমূল কোনওভাবে জড়িত নয়। সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছেন।” এই ঘটনার পর থেকে থমথমে গোটা এলাকা। যাতে নতুন করে আর কোনও উত্তেজনা তৈরি না হয় তাই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)